জনতা পার্টি বাংলাদেশ (জেপিবি)-এর নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে ৭১ এর চেতনা ও ২৪ এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য নতুন রাজনৈতিক শক্তির উত্থানের লক্ষ্যে জনতা পার্টি বাংলাদেশের জন্ম এবং সেই লক্ষ্য হচ্ছে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করে নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা।
আজ রোববার (৬ জুলাই) জনতা পার্টি বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে গোলাম সারোয়ার মিলন এসব কথা বলেন।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আসাদুজ্জামান’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পার্টির মহাসচিব শওকত মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশের জনগণ বারংবার আন্দোলন করেছে কিন্তু তার ফল কখনো ভোগ করতে পারেনি। বারবার সরকার পরিবর্তন হয়েছে কেবলমাত্র, তবে মানুষের ভাগ্য অপরিবর্তিত থেকেছে।
সভায় আরো উপস্থিত ছিলেন, দলটির ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ, সিনিয়র অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান খান, অ্যাডভোকেট এম আব্দুল্লাহ, এম এ ইউসুফ, মেজর (অব.) ইমরান, সৈয়দা আজিজুন নাহার, উপদেষ্টা মেজর (অব. ) মুজিব, মো. মোজাম্মেল হক, সমন্বয়কারী নুরুল কাদের সোহেল, যুগ্ম মহাসচিব রফিকুল হক তালুকদার রাজা, ইকবাল কবীর, শিউলি সুলতানা রুবি, পারুল সরকার লিনা, সাংগঠনিক সম্পাদক ফেরদৌসী মাহমুদ, এমিলা ফেরদৌস, ডা. মো. মাসুদুজ্জামান, আবু সুফিয়ান, মুরাদ আহমেদ, দপ্তর সম্পাদক মৃধা মো. আল-আমিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. সোলায়মান, সদস্য নাজমুল হাসান লিমন প্রমুখ।