এই খবরটি পডকাস্টে শুনুনঃ
অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বআসরে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে উড়ন্ত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জুনিয়র টাইগ্রেসদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া।
মালয়েশিয়ায় ইউকেএম ক্রিকেট ওভালে সোমবার সকালে টসে জিতে সুমাইয়া আক্তারের দলকে ব্যাটে পাঠিয়েছেন অজি অধিনায়ক লুসি হ্যামিল্টন।
১৬ দলের আসরে গ্রুপ চারটি। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। গত ডিসেম্বরে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি এশিয়া কাপে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশ স্কোয়াড: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, মোসাম্মৎ ইভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমীন, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, লাকী খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।
