ক্যারিবীয় মাটিতে প্রথম ওয়ানডেতে লড়তেই পারেনি বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

ক্যারিবীয় মাটিতে প্রথম ওয়ানডেতে লড়তেই পারেনি বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ ওয়েস্ট ইন্ডিজে, প্রথম দ্বিপাক্ষিক লড়াই। ক্যারিবীয়দের সঙ্গে রোমাঞ্চকর লড়াইয়ের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে বাংলাদেশ। তিন ওয়ানডের সিরিজে প্রথমটিতে ৯ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।

সেন্ট কিটসে রোববার রাতে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠান উইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথিউস। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রানের সংগ্রহ পায় টিম টাইগ্রেস। জবাবে ৩১.৪ ওভারে কেবল একটি উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিক দল।

ব্যাটে নেমে শুরুটা ভালোই করেছিলেন সফরকারী টাইগ্রেস মেয়েরা। ২৫ রানে ওপেনিং জুটি ভেঙে আউট হন ফারজানা হক। ১০ রান আসে তার ব্যাটে। পরে উইকেটে সেট হয়েও টিকতে পারেননি মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার। দুজনেই আউট হয়েছেন ৫০-এর কাছে গিয়ে।

৫৩ বলে ৪০ আসে মুর্শিদার ব্যাট থেকে, আর সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন শারমিন। সোবহানা মোস্তারি ৩৫ ও স্বর্ণা আক্তারের ২৯ রানের সঙ্গে ১৪ রানের একটি ইনিংস খেলেন অধিনায়ক জ্যোতি। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুঅঙ্কের ঘর। শেষপর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৯৮ রানে থামে বাংলাদেশ।

GOVT

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০ ওভার বল করে ৪০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন ডিয়েন্দ্রা ডটিন। আলিয়াহ আলেইন ও ম্যাথিউস ২টি করে এবং আফি ফ্লেচার নেন ১টি উইকেট।

১৯৯ রানের লক্ষ্যে নেমে ক্যারিবীয় দুই টপঅর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ে কেবল একটি উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক ম্যাথিউস। ১৬টি চারের মারে ৯৩ বলে ১০৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি।

আরেক ওপেনার কিয়ানা জোসেফ ৭৯ বলে ৭০ রানের ইনিংস খেলে আউট হলে ম্যাথিউস সঙ্গে ১৮ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন শেমাইন ক্যাম্পবেল। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি শিকার করেন রাবেয়া খাতুন।

Scroll to Top