শপথের পর মিরপুরে অনুশীলন করলেন সাকিব | চ্যানেল আই অনলাইন

শপথের পর মিরপুরে অনুশীলন করলেন সাকিব | চ্যানেল আই অনলাইন
Nagod

বিপিএল দিয়ে ভালোভাবে খেলায় ফিরতে মরিয়া সাকিব আল হাসান। একটি দিনও নষ্ট করতে নারাজ টাইগার অধিনায়ক। দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য হিসেবে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সেরে বিশ্বসেরা অলরাউন্ডার ছুটে আসেন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে। করেন ব্যাটিং অনুশীলন।

১৯ জানুয়ারি থেকে শুরু হতে চলা বিপিএলের দশম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। আঙুলের চোট কাটিয়ে আড়াই মাস পর খেলায় ফেরার অপেক্ষা তার।

সকালে মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব জাতীয় সংসদ ভবনে সংবাদমাধ্যমকে বলেন, ‘ব্যাপারটা নতুন, কিন্তু অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। চেষ্টা করব মানুষের জন্য কাজ করার, মাগুরার মানুষের জন্য কাজ করার।’

নির্বাচনের পরেরদিন মাগুরা থেকে ঢাকায় এসে মিরপুরে অনুশীলনে নেমে সবাইকে চমকে দিয়েছিলেন সাকিব। পরেরদিন বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বিপিএলের দল রংপুরের অনুশীলনে যোগ দেন। বুধবার সংসদ ভবনে শপথ গ্রহণ শেষ করেই সাকিব আবার হাজির হন মিরপুরে।

এদিন সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। শপথ নিতে এসে মাগুরা-১ (শ্রীপুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য সাকিব জানান এলাকার উন্নয়নে কাজ করার লক্ষ্য তার।

আগামী ১৯ জানুয়ারি মিরপুরে শুরু হবে বিপিএল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লড়বে গত দুআসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও এবারের নবাগত দুর্দান্ত ঢাকা। দিনের অন্য ম্যাচে গত আসরের রানার্সআপ সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

Scroll to Top