চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধের অর্জনগুলোকে আমরা কখনো ভূলুণ্ঠিত হতে দেব না। আমরা বায়ান্নর ভাষা আন্দোলন ও উনসত্তরের গণ–অভ্যুত্থানের চেতনাকে যেমনি ধারণ করি, একইভাবে একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সর্বশেষ জুলাই গণ–অভ্যুত্থানকেও একইভাবে ধারণ করি।’
সমাবেশে অন্যান্যের মধ্যে প্রগতি লেখক সংঘের কোষাধ্যক্ষ দীনবন্ধু দাশ, কৃষকনেতা রনজিৎ বাওয়ালী প্রমুখ বক্তব্য দেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দলীয় সংগীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠী, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র, চারণ সাংস্কৃতিক কেন্দ্রসহ বেশ কয়েকটি সংগঠন। সংগীত পরিবেশন করেন শিল্পী সায়ানও। এ ছাড়া ছিল আবৃত্তি, ব্যান্ড, রক ও র্যাপ সংগীতের আয়োজন।