পূর্ব মেদিনীপুরের বর, বাংলাদেশের কনে ! চরম অস্থিরতার মধ্যেই নববধূ হয়ে ভারতে এলেন ওপার বাংলার সঞ্চিতা

পূর্ব মেদিনীপুরের বর, বাংলাদেশের কনে ! চরম অস্থিরতার মধ্যেই নববধূ হয়ে ভারতে এলেন ওপার বাংলার সঞ্চিতা

Last Updated:

Bangladesh News: পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকার বাসিন্দা অনির্বাণ মহাপাত্র বাংলাদেশের ঢাকায় ডাক্তারি পড়তে গিয়েছিলেন। সেখানেই এমবিবিএস-এর সহপাঠী ছিলেন সঞ্চিতা। ২০১৮ থেকে তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয়।

পূর্ব মেদিনীপুরের বর, বাংলাদেশের কনে ! পূর্ব মেদিনীপুরের বর, বাংলাদেশের কনে ! চরম অস্থিরতার মধ্যেই নববধূ হয়ে ভারতে এলেন ওপার বাংলার সঞ্চিতা
পূর্ব মেদিনীপুরের বর, বাংলাদেশের কনে !

অনিরুদ্ধ,পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের বর, বাংলাদেশের কনে ! ধুমধাম করে বিয়ে হল দু’দেশের প্রেমিক-প্রেমিকার। ভারত-বাংলাদেশ সম্পর্ক সম্প্রতি যেমনই হোক না কেন, প্রেমের সম্পর্কে যে তার কোনও আঁচই পড়েনি, এই ঘটনা আরও একবার প্রমাণ করল ৷

ওপার বাংলায় প্রায় প্রতিদিনই কিছু না কিছু সমস্যা চলছে। ভুরিভুরি ভুয়ো আইডি-সহ বাংলাদেশিরা এদেশে ধরা পড়ছেন। চলছে নিত্যদিন সীমান্তে কাঁটাতার নিয়ে ঝামেলা অশান্তি, হামলার ঘটনা। তারই মাঝে, ভারত বাংলাদেশের সম্পর্কের অস্থিরতার মধ্যেই বাংলাদেশ থেকে ভারতের পুত্রবধূ হয়ে এপারে এলেন সঞ্চিতা ঘোষ। বিয়ে করে খুশি নববধূ। 

আরও পড়ুন– বিয়ে মিটতেই প্রেমিকার কাছে ছুটে যান অভিনেতা ! নববধূর কাছে আসে ফোন, ‘আমি গর্ভবতী, ও আমাকেই স্ত্রী মনে করে’

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকার বাসিন্দা অনির্বাণ মহাপাত্র ঢাকা শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজে পড়তে যান ২০১৬ সালে । এরপর ২০১৮-তে বাংলাদেশের মাগুরা জেলার সঞ্চিতা ঘোষের সঙ্গে পরিচয় হয় । তাঁরা ছিলেন সহপাঠি ৷ তাঁদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াতে খুব বেশি সময় লাগেনি ৷ সঞ্চিতার সঙ্গে অনির্বাণ আইনি বিয়ে সেরে ফেলেন ২০২৪ সালেই। তবে বর্তমানে বাংলাদেশের এই অস্থিরতার মধ্যে ভারতে এসে বিয়ে করাটা যথেষ্ট কঠিন হচ্ছিল ৷ তাই বিয়ে হল বাংলাদেশেই ৷ যখন দু’টি মানুষ গভীর প্রেমে থাকেন, তখন কোনও কিছুই অসম্ভব নয় ৷ পেট্রাপোল সীমান্ত দিয়ে টোপর মাথায় দিয়ে নব দম্পতি ভারতে প্রবেশ করেন । কিন্তু এই অস্থিরতার জন্য সঞ্চিতার পরিবারের অন্য সদস্যরা ভারতে আসতে পারেননি ৷ ভিসা সমস্যা মিটে গেলে খুব তাড়াতাড়ি দুই পরিবারের দেখা হবে বলে আশা করছেন তাঁরা ৷ এবং তখন আরও ধুমধাম করে ভারতেও বিয়ের সেলিব্রেশন করা হতে পারে ৷

আরও পড়ুন– রণক্ষেত্র বিয়েবাড়ি! ডিজে বাজানো নিয়ে দু’পক্ষের হাতাহাতি, কনের ভাইকে কুপিয়ে খুন, ধৃত ৮

পরিবারের অন্য সদস্যরা ভারতে আসতে না পারায় সঞ্চিতার মন খানিকটা ভারাক্রান্ত ৷ তবে দু’দেশের মধ্যে সব অস্থিরতা কেটে গিয়ে আবার আগের মতো দারুণ সম্পর্ক বজায় থাকুক, এটাই প্রার্থনা করছেন নবদম্পতি ৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/

পূর্ব মেদিনীপুরের বর, বাংলাদেশের কনে ! চরম অস্থিরতার মধ্যেই নববধূ হয়ে ভারতে এলেন ওপার বাংলার সঞ্চিতা

Next Article

Viral Video: বাবা-মাকে নিয়ে এ কী করলেন ব্যক্তি? দেখলে চমকে যাবেন! তুমুল ভাইরাল ভিডিও

Scroll to Top