নির্বাচনের সময় ঘনিয়ে এলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে – DesheBideshe

নির্বাচনের সময় ঘনিয়ে এলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে – DesheBideshe

নির্বাচনের সময় ঘনিয়ে এলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে – DesheBideshe

রংপুর, ০৯ আগস্ট – প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শনিবার (৯ আগস্ট) সকালে রংপুরে বলেছেন, নির্বাচন সিস্টেমের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। মানুষকে কেন্দ্রে নিয়ে আসা একটা বড় চ‍্যালেঞ্জ।

নাসির উদ্দিন বলেন, আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা একটা বড় চ‍্যালেঞ্জ। নির্বাচনের সময় ঘনিয়ে এলে এই অবস্থার উন্নতি হবে।

তিনি বলেন, গত নির্বাচনে যেসব প্রিসাইডিং অফিসার সমস্যা তৈরি করেছে, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।

সিইসি বলেন, আগামী নির্বাচনে নির্বাচন কমিশন কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। ১৮ কোটি মানুষের হয়ে কাজ করবে। ভোট দেয়া যেমন নাগরিক দায়িত্ব; তেমন ঈমানী দায়িত্বও বটে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দর করার জন‍্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ০৯ আগস্ট ২০২৫



Scroll to Top