ঢাবিতে আমার ভাষার চলচ্চিত্র: প্রথম দিনে থাকছে যেসব ছবি | চ্যানেল আই অনলাইন

ঢাবিতে আমার ভাষার চলচ্চিত্র: প্রথম দিনে থাকছে যেসব ছবি | চ্যানেল আই অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে আবারও শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এই উৎসব চলবে শনিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) পর্যন্ত।

সুভাষ দত্তের মুক্তিযুদ্ধের সিনেমা ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ ছবিটি প্রদর্শনের মাধ্যমে পর্দা উঠবে এই উৎসবের ২৩তম আসরের। উৎসবে নির্বাচিত ছবিগুলো নির্ধারিত মূল্যে টিকিট কেটে দেখা যাবে।

আয়োজকরা জানান, এবার টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা। টিকিট পাওয়া যাবে উৎসবের প্রতিদিন সকাল ৯টা থেকে, ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রবেশমুখে। প্রতিদিনের প্রথম প্রদর্শনীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্র প্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০০২ সাল থেকে এ উৎসবের ২২টি আসর সাফল্যের সঙ্গে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

উৎসবের প্রথমদিন সকাল ১০টায় ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ ছাড়াও এদিন দুপুর ১টায় প্রদর্শিত হবে আমজাদ হোসেনের ‘ভাত দে’। বিকাল সাড়ে ৩টায় প্রদর্শিত হবে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘লাইভ ফ্রম ঢাকা’ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’।

Scroll to Top