টরন্টো, লন্ডন ও দুবাইতে মজুমদার পরিবারের হাজার কোটি টাকার সম্পদ! – DesheBideshe

টরন্টো, লন্ডন ও দুবাইতে মজুমদার পরিবারের হাজার কোটি টাকার সম্পদ! – DesheBideshe

পোশাক খাতের প্রতিষ্ঠান নাসা গ্রুপের চেয়ারম্যান, ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। বন্ড জালিয়াতি, আমদানি-রপ্তানিতে জালিয়াতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা কানাডাসহ বিভিন্ন দেশে পাচার করেছেন। পাচারের অর্থে বাড়ি কিনেছেন কানাডার স্কারবরো, প্রাইম সেন্ট্রাল লন্ডন এবং অ্যাপার্টমেন্ট কিনেছেন দুবাইয়ের মেরিনা এলাকায়। তার মালিকানাধীন চারটি প্রতিষ্ঠানের নামে ২১ হাজার কোটি টাকা ঋণ নিয়ে পাচার করে বিদেশে এসব সম্পদ কিনেছেন তিনি।

লন্ডন শহরের ব্যয়বহুল কেনসিংটনের ফিলিমোর গার্ডেনে এবং ব্রান্সউইক গার্ডেনে নজরুল ইসলাম মজুমদার ও তার মেয়ে আনিকা ইসলাম নগদ ১ কোটি ৭৯ লাখ ৫০ হাজার পাউন্ড (৩০০ কোটি টাকা) দিয়ে বিলাসবহুল বাড়িগুলো কেনেন। সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই মেরিনা এলাকায় প্রায় ১৫০০ স্কয়ার ফুটের চারটি অ্যাপার্টমেন্ট কিনেছেন নজরুল। এছাড়া
টরন্টোর(স্কারবোরো) ক্যানস্কট রোডে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন নজরুল ইসলাম। সূত্র আরও জানায়, লন্ডন, দুবাই ও টরন্টোতে তিনি নামে-বেনামে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

নজরুল ইসলাম মজুমদার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত। গত ১৫ বছরে ব্যাংকগুলো থেকে চাঁদা তুলে শেখ হাসিনার হাতে তুলে দেওয়ার কারণে তিনি আলোচনায় ছিলেন। এছাড়া বিএবির পক্ষ থেকে শেখ হাসিনা আন্তব্যাংক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে তিনি ব্যাপক সমালোচিত হন।

বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শনে ২০২০ সালে অর্থ পাচারসহ দেশের আর্থিক খাতে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ উঠেছিল নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে। প্রতিবেদনে বলা হয়, শীর্ষস্থানীয় রপ্তানিকারক হিসেবে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যে পরিমাণ আমদানি করা হয়েছে, রপ্তানি হয়েছে তার চেয়ে অনেক কম। ক্ষমতার প্রভাব খাটিয়ে নজরুল ইসলাম মজুমদার নাসা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার করেছেন। এভাবে ২০১৫ সাল থেকে ২০১৯ এই চার বছরে কমপক্ষে ২১ হাজার কোটি টাকা কানাডা, যুক্তরাজ্য ও আরব আমিরাত সহ বিভিন্ন দেশে পাচার করেছেন নজরুল ইসলাম মজুমদার।

গত ২৫ আগষ্ট কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট নজরুল ইসলাম মজুমদারের ব্যাংক হিসাব স্থগিত করেছে। একই সঙ্গে তাঁর স্ত্রী নাছরিন ইসলাম ও তাঁদের পুত্র ওয়ালিদ বিন ইসলাম ও কন্যা আনিকা ইসলামের ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে।

এদিকে গত ২৯ আগষ্ট বেসরকারি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে সরিয়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।



Scroll to Top