কুমিল্লার মুরাদনগরের একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় অভিযুক্ত আসামীদের ও পাচকিত্তা গ্রামে এক নারীকে ধর্ষণ ও অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনার অভিযুক্তদের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার (৯ জুলাই) আদালতের এক শুনানিতে এই তথ্য জানা যায়।
কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার করইবাড়ি এলাকায় গণপিটুনিতে একই পরিবারের মা-ছেলে ও মেয়েকে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আট জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বাঙ্গরা বাজার থানা পুলিশের তদন্ত কর্মকর্তা আবু তাহের এই রিমান্ড আবেদন করেন। পুলিশের ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ১১ নং আমলী আদালতের বিচারক মমিনুল হক তাদের তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনের পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হলে বর্তমানে এই মামলার তদন্ত কর্মকর্তা নয়ন কুমার চক্রবর্তী পরবর্তী আইনানুগ প্রক্রিয়া সম্পাদন করবেন বলে জানা যায়।
এই ঘটনায় গ্রেফতারকৃত কড়ই বাড়ি গ্রামের বাসিন্দা মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিম উদ্দীন বাবুল (৫৬), বাচ্চু মিয়া, রবিউল আওয়াল (৫৫) ও দুলাল (৪৫), আতিকুর রহমান (৪২), বয়েজ মাস্টার (৪৩) ও আকাশ (২৪) রিমান্ড শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন।
এদিকে মুরাদনগরের পাচকিত্তা গ্রামে এক নারীকে ধর্ষণ ও অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ার আরেক চাঞ্চল্যকর ঘটনায় পর্নোগ্রাফির মামলায় অভিযুক্ত শাহপরানকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
এই মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমিন মঙ্গলবার তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন । তার আবেদনের প্রেক্ষিতে বুধবার কুমিল্লার ১১ নং আমলী আদালতের বিচারক মমিনুল হক রিমান্ড মঞ্জুর করে