আন্দোলনে গুলিবিদ্ধ ২ জনকে সিঙ্গাপুরের হাসপাতালে পাঠিয়েছে সরকার | চ্যানেল আই অনলাইন

আন্দোলনে গুলিবিদ্ধ ২ জনকে সিঙ্গাপুরের হাসপাতালে পাঠিয়েছে সরকার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জুলাই-আগস্ট আন্দোলনে গুরুতর আহত দুই যুবককে সিঙ্গাপুরের পৃথক দুইটি হাসপাতালে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের একজনের চোখে গুলি এবং অন্যজনের মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তারা সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা দেন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোখে গুলিবিদ্ধ আহত ইমরান হোসাইন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিস্টিউট ও হাসপাতালে এবং মেরুদণ্ডে গুলিবিদ্ধ মহিউদ্দিন রাব্বি ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আহত ইমরান এবং মহিউদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সিঙ্গাপুরের ন্যাশনাল আই সেন্টার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

GOVT

Scroll to Top