আইসিসির জানুয়ারি সেরা ওয়ারিকান ও মুনি | চ্যানেল আই অনলাইন

আইসিসির জানুয়ারি সেরা ওয়ারিকান ও মুনি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পাকিস্তানের মাঠে আলো ছড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিকান। দুর্দান্ত পারফরম্যান্সে ক্যারিয়ারে প্রথমবার ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ স্বীকৃতি পেলেন ৩২ বর্ষী স্পিনার। জানুয়ারিতে মেয়েদের ক্রিকেটে মাসসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) মঙ্গলবার জানুয়ারি মাসের সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। সেরার লড়াইয়ে ওয়ারিকান হারিয়েছেন ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী ও পাকিস্তানের নোমান আলিকে। আর মুনি পেছনে ফেলেছেন ক্যারিবীয় কারিশমা রামহারক ও ভারতের গাংদি তৃষ্ণাকে।

পাকিস্তানের সঙ্গে প্রথম টেস্টে দারুণ বোলিং করেন ওয়ারিকান। মুলতানে স্পিন সহায়ক উইকেটে প্রথম ইনিংসে ৩ উইকেটের পর দ্বিতীয়টিতে ৩২ রানে ৭ উইকেট নেন। যদিও ম্যাচে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টে পাকিস্তানের মাটিতে ৩৪ বছরেরও বেশি সময় পর টেস্ট জয়ের স্বাদ পায় ক্যারিবীয়রা। ম্যাচ জয়ের কারিগর ছিলেন বাঁহাতি এ স্পিনার। প্রথম ইনিংসে ৪৩ রানে নেন ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে নেন ২৭ রানে ৫টি। ম্যাচসেরার পাশাপাশি জেতেন সিরিজসেরার পুরস্কারও।

সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ওয়ারিকান। দুই ম্যাচে তার শিকার ছিল ১৯ উইকেট। দুই ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ৩১ ও ৩৬ রানের মূল্যবান দুটি ইনিংসও খেলেন।

অনুভূতি প্রকাশ করে জোমেল বলেছেন, ‘এই পুরস্কার জেতা সম্মানের। এই বছর আমার এমন একটি লক্ষ্য ছিল। টেস্ট ক্রিকেটে প্রথমবার পাঁচ উইকেট শিকার, কিন্তু ভাবিনি যে এটি এত দুর্দান্ত হবে। এটাকে ক্রিকেট ক্যারিয়ারের ছোট একটি ধাপ হিসেবে দেখছি। আরও বড় কিছুর জন্য অপেক্ষা করছি। এই সিরিজে দলকে বিশেষ কিছু দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমার বাবা, আমার সবচেয়ে বড় সমর্থক, অসাধারণ পারফরম্যান্সের ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি।’

এদিকে মেয়েদের ক্রিকেটে মাসসেরা হওয়া অস্ট্রেলিয়া উইকেটরক্ষক-ব্যাটার মুনি আলো ছড়িয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে। অ্যাশেজে ওয়ানডে সিরিজে একটি ফিফটি করেন। পরে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ১৪৬.৮৯ স্ট্রাইক রেটে করেন ২১৩ রান। সিডনিতে ৪৪ বলে ৭৫ রানের পর অ্যাডিলেডে ৬৩ বলে করেন অপরাজিত ৯৪। এই পারফরম্যান্সে টি-টুয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেন তিনি।

Agontuk_300x300_Dakhun_OnLine

Scroll to Top