‘অবশ্যই আমাদের ৫০ ওভার ব্যাটিং করা উচিত ছিল’ | চ্যানেল আই অনলাইন

‘অবশ্যই আমাদের ৫০ ওভার ব্যাটিং করা উচিত ছিল’ | চ্যানেল আই অনলাইন

ব্যাটিং ধসে শ্রীলঙ্কার সঙ্গে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হেরেছে বাংলাদেশ। দ্বিতীয়টিতে জিতে এই ফরম্যাটে জয়খরা কাটালেও লাল-সবুজদের ব্যাটিংয়ে ফুটে উঠেছে হতাশার গল্প। পুরো ৫০ ওভার টিকে থাকতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। এ নিয়ে অবশ্য আক্ষেপ প্রকাশ করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার টস জিতে ব্যাটে নেমে ৪৫.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে স্বাগতিকদের জয়ের জন্য ২৪৯ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাবে ৪৮.৫ ওভারে ২৩২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

বোলিং নৈপুণ্যে জিতলেও ব্যাটিং নিয়ে আক্ষেপ রয়ে গেছে মিরাজের, ‘সত্যি কথা বলতে সবমিলিয়ে খুব ভালো ক্রিকেট খেলেছি। আরও কিছু জায়গায় ভালো করতে পারতাম, তাহলে আরও ভালো হতো। বিশেষ করে আমরা ৫০ ওভার ব্যাটিং করতে পারিনি। অবশ্যই আমাদের ৫০ ওভার ব্যাটিং করা উচিত ছিল। তবে সত্যি বলতে আমাদের শুরুটা ভালো ছিল, বিশেষ করে ইমন যেভাবে ব্যাটিং করেছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের একাদশ থেকে বাদ পড়েন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তার জায়গায় নেয়া হয় শামিম হোসেন পাটোয়ারিকে। মূল দায়িত্বটা ব্যাট হাতে হলেও গতকাল তিনি বল হাতেও ছিলেন দারুণ। ৯ ওভার বল করে ১ মেডেন এবং ২২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

শামীম হোসেনকে নিয়ে মিরাজ বলেছেন, ‘মাঝের ওভারে শামীম পাটোয়ারী ভালো বোলিং করেছে। আমার কাছে মনে হয় মাঝের ওভারে তানভীরের সঙ্গে শামীম যে ৯টা ওভার করল তা আমাদের অনেক সুবিধা দিয়েছে। শামীম অনেকদিন পর দলে এসেছে এবং যেভাবে ব্যাটিং-বোলিং করেছে সেটা আমার কাছে মনে হয় অবিশ্বাস্য।’

Scroll to Top