Last Updated:
আসন্ন প্রাকৃতিক বিপর্যয় নিয়ে চিন্তায় রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবীরা। ইতিমধ্যে নৌকাগুলিকে নিয়ে আসা হয়েছে খাঁড়িতে। ঝড়-বৃষ্টি বাড়লে বন্ধ হয়ে যাবে জাল সারানোর কাজ।

খাঁড়িতে নিয়ে আসা হয়েছে ট্রলার
নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা: আসন্ন প্রাকৃতিক বিপর্যয় নিয়ে চিন্তায় রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবীরা। ইতিমধ্যে নৌকাগুলিকে নিয়ে আসা হয়েছে খাঁড়িতে। ঝড়-বৃষ্টি বাড়লে বন্ধ হয়ে যাবে জাল সারানোর কাজ। মূলত ঝড় আসার আগেই মৎস্যজীবীরা নৌকা এবং ট্রলারগুলিকে খাঁড়িতে নিয়ে আসেন যেখানে ঝড়ের দাপট কম হয়। বর্তমানে ব্যান পিরিয়ড বা নিষেধাজ্ঞাকালীন সময় থাকায় মাঝ সমুদ্রে মাছ ধরতে একেবারেই যান না মৎস্যজীবীরা।
তবে এই সময় তারা জাল সারাই, নৌকা সারাই এর মত কাজগুলি করেন। কিন্তু ঝড় আসার আশঙ্কায় সেই কাজ বন্ধ। ফলে কাজ বন্ধ থাকায় নির্দিষ্ট দিনে ট্রলারগুলিকে প্রস্তুত করা যাবে কিনা তা নিয়ে চিন্তায় মৎস্যজীবীরা। আবহাওয়া দফতর থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বৃষ্টিও হচ্ছে। মৎস্যজীবীরা নৌকা এবং ট্রলারগুলিকে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখছেন নদী এবং খাঁড়িতে। যাতে ঝড়ের সময় বিপদ না হয়।
এদিকে বৃষ্টি বাড়লে জাল সারানোর কাজ পুরোপুরি বন্ধ থাকবে। এরপর নির্দিষ্ট সময়ে এই জাল সারানো ও ট্রলার মেরামতি কতটা করা যাবে তা নিয়ে চিন্তায় রয়েছেন সকলেই। এখন শুধু এটাই দেখার এই প্রাকৃতিক বিপর্যয় কতটা প্রভাব ফেলে এলাকায়।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
South 24 Parganas News: সাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! আবার কী হবে? প্রাকৃতিক বিপর্যয় নিয়ে চিন্তায় মৎস্যজীবীরা