Pahalgam Husband Wife: স্বামীকে মেরে ফেলে স্ত্রীকে চরম ‘জবাব’ জঙ্গির…! হাড়হিম অভিজ্ঞতা শেয়ার কর্ণাটকের পল্লবীর

Pahalgam Husband Wife: স্বামীকে মেরে ফেলে স্ত্রীকে চরম ‘জবাব’ জঙ্গির…! হাড়হিম অভিজ্ঞতা শেয়ার কর্ণাটকের পল্লবীর

Last Updated:

Pahalgam Husband Wife: মাত্র তিন দিন আগেই স্ত্রী পল্লবী এবং সন্তানদের নিয়ে জম্মু ও কাশ্মীরে বেড়াতে এসেছিলেন মঞ্জুনাথ রাও। পেশায় রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং শিবমোগার বাসিন্দার ভূস্বর্গ যাপনের সেই তিনদিনের বিশেষ মুহূর্তের ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

হাড়হিম অভিজ্ঞতা শেয়ার কর্ণাটকের পল্লবীরPahalgam Husband Wife: স্বামীকে মেরে ফেলে স্ত্রীকে চরম ‘জবাব’ জঙ্গির…! হাড়হিম অভিজ্ঞতা শেয়ার কর্ণাটকের পল্লবীর
হাড়হিম অভিজ্ঞতা শেয়ার কর্ণাটকের পল্লবীর

নয়াদিল্লি: মাত্র তিন দিন আগেই স্ত্রী পল্লবী এবং সন্তানদের নিয়ে জম্মু ও কাশ্মীরে বেড়াতে এসেছিলেন মঞ্জুনাথ রাও। পেশায় রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং শিবমোগার বাসিন্দার ভূস্বর্গ যাপনের সেই তিনদিনের বিশেষ মুহূর্তের ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাঁর স্ত্রীর পোস্ট করা একটি ভিডিওতে কর্ণাটকের ব্যবসায়ীর কাশ্মীর উপভোগের সেই সুন্দর মুহূর্ত বার বার জীবন্ত হয়ে আসছে সোশ্যাল মিডিয়ায়।

চোখের সামনে স্বামীকে লুটিয়ে পড়তে দেখেছেন স্ত্রী পল্লবী। নিউজ 18 -কে দেওয়া সাক্ষাৎকারে কাশ্মীরের কন্নড় পর্যটক পল্লবী শেয়ার করেছেন তাঁর সেই হাড়হিম করা মুহূর্তের অভিজ্ঞতা।

আরও পড়ুন: ফুটফুটে হয়ে যাবে মুখ…! রাতে ঘুমোনোর আগে ১ চিমটি সাদা জিনিস ‘এভাবে’ লাগান, তিন দিনেই দেখুন তফাৎ

পহেলগাঁও হামলায় জঙ্গির গুলিতে মৃত্যু হয় মঞ্জুনাথ রাওয়ের। তবে বেঁচে গিয়েছেন স্ত্রী পল্লবী এবং তাঁদের বছর ১৮ -র পুত্র সন্তান। স্ত্রী পল্লবী জানিয়েছেন, নৃশংস এই ঘটনার পরেরটা আরও নির্মম। ‘স্বামীকে মেরে ফেলেছেন, আমাদেরও মেরে ফেলুন’, কাঁদতে কাঁদতে জঙ্গিদের কাছে কাতর আবেদন জানান পল্লবী। একই আর্জি নাকি বার বার করছিলেন ছেলেও। যদিও সেই আবেদন মেনে নেওয়া হয়নি। তোমাকে ছেড়ে দিলাম। ‘মোদিকে গিয়ে বলো’, পাল্টা জবাব আসে জঙ্গির মুখ থেকে।

বাংলা খবর/ খবর/দেশ/

Pahalgam Husband Wife: স্বামীকে মেরে ফেলে স্ত্রীকে চরম ‘জবাব’ জঙ্গির…! হাড়হিম অভিজ্ঞতা শেয়ার কর্ণাটকের পল্লবীর

Next Article

স্ত্রী, সন্তানের আর্তচিৎকার! কাশ্মীরে পরিবারের সামনেই গুলিতে ঝাঁঝরা গোয়েন্দা…লুটিয়ে পড়লেন সদ্যবিবাহিত নৌসেনা অফিসারও

Scroll to Top