Last Updated:
Murshidabad News: উদ্ধার হয়েছে জাল আধার কার্ড তৈরির সামগ্রী সহ পঞ্চায়েত প্রধানের জাল রাবার স্ট্যাম্পও।

ভরতপুরে উদ্ধার হওয়া জাল আধারকার্ড তৈরির সরঞ্জাম সহ ধৃত দুজন।
মুর্শিদাবাদ: গ্রামের মধ্যেই CSC খুলে চলছিল আধার কার্ড তৈরি। আর পুলিশ যেতেই যা উদ্ধার করল, তাতে চমকে উঠেছেন খোদ পুলিশ আধিকারিকরাই। কাস্টমার সার্ভিস সেন্টারের আড়ালে চলছিল জাল আধার কার্ডের কারবার! আধার কার্ড তৈরি চক্রের পর্দাফাঁস করল পুলিশ। পুলিশের জালে ধরা পড়ল দু’জন। উদ্ধার হয়েছে জাল আধার কার্ড তৈরির সামগ্রী সহ পঞ্চায়েত প্রধানের জাল রাবার স্ট্যাম্পও।
বর্তমানে আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ। আর সেই আধার কার্ড তৈরি হত জালিয়াতি করেই। এমনই অভিযোগ উঠল মুর্শিদাবাদের ভরতপুরে। কান্দি মহকুমা পুলিশ আরক্ষা আধিকারিক শশ্রেক অম্বরদার সাংবাদিক বৈঠকে জানান, ভরতপুর থানার আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে ইমামুল সেখ নিজের দোকানে তৈরি করছিল জাল আধার কার্ড। এই ঘটনায় ইমামুল সেখ ও নিয়াত সেখকে গ্রেফতার করা হয়েছে। নিয়াত সেখের বাড়ি বড়ঞা থানার বধুয়া গ্রামে। সে ইমামুল সেখের দোকানে গিয়ে জাল আধার কার্ড তৈরি করত বলেই জানা গিয়েছে।
এই ঘটনায় দুটো ল্যাপটপ, একটি স্ক্যানার, দুটি প্রিন্টার, ল্যামিনেশন মেশিন, আইডি স্ক্যানার, তিনটি ফিঙ্গার প্রিন্ট মেশিন ও ওয়েব ক্যামেরা উদ্ধার করা হয়েছে। এছাড়াও ১৩টি জাল আধারকার্ড সহ শতাধিক পাসপোর্ট ছবি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২৪,৯০০ টাকাও। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে থাম ইম্প্রেশন স্ট্যাম্প ও পঞ্চায়েত প্রধানের জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।
ধৃত দু’জনকে কান্দি মহকুমা আদালতে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কী কারণে এই আধার কার্ড তৈরি করা হত, কারা তৈরি করত, তা তদন্ত শুরু দেখছে পুলিশ।
— কৌশিক অধিকারী
Kolkata,West Bengal
July 09, 2025 3:32 PM IST
Murshidabad News: সামনে দোকান, আর আড়ালে… মুর্শিদাবাদে দোকানের মধ্যে যা খুঁজে পেল পুলিশ, মাথায় হাত পড়ল এলাকাবাসীর