Job Vacancy: এবার আর দূরে যেতে হবে না, আপনার জেলাতেই রয়েছে কাজ, বিধবা থেকে ডিভোর্সি থাকছে সুযোগ

Job Vacancy: এবার আর দূরে যেতে হবে না, আপনার জেলাতেই রয়েছে কাজ, বিধবা থেকে ডিভোর্সি থাকছে সুযোগ

Last Updated:

Job Vacancy: এবার আর দূরে যেতে হবে না, আপনার জেলাতেই রয়েছে কাজের সুযোগ, তাড়াতাড়ি করুন আবেদন 

কাজের সুযোগ Job Vacancy: এবার আর দূরে যেতে হবে না, আপনার জেলাতেই রয়েছে কাজ, বিধবা থেকে ডিভোর্সি থাকছে সুযোগ
কাজের সুযোগ 

পূর্ব বর্ধমান: দীর্ঘদিন ধরে একটা কাজের খোঁজ করছেন ? কিন্তু বহু খুঁজেও কাজ পাচ্ছেনা না? তবে এবার আর চিন্তার কোনও কারণ নেই। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরেই রয়েছে কাজের সুযোগ তাও আবার বর্তমান পৌরসভার অধীনে। একাধিক শূন্যপদ রয়েছ, খুব তাড়াতাড়ি করতে হবে আবেদন। তবে এই কাজের সুযোগ রয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য। সাম্মানিক স্বাস্থ্যকর্মী পদে মহিলা কর্মী নিয়োগ করা হবে। নির্দিষ্ট পদের জন্য মোট শূন্যপদ রয়েছে ৩৬টি।

তবে এই পদে শুধুমাত্র বিবাহিত/ বিধবা/ বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৪,৫০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে। তবে আবেদনকারীদের আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, সাধারণ বিভাগের প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন – Ind vs Eng T20: দুরন্ত রবি-হর্ষিত-বরুণ, আগুনে বোলিংয়ে শিরদাঁড়া ভেঙে দিল ইংল্যান্ড ব্যাটিংয়ের, ম্যাচ-সিরিজ ভারতের

তফসিলি জাতি, তফসিলি জনজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত প্রার্থীদের বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও আবেদনকারীকে অবশ্যই বর্ধমান পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও আরও বেশ কিছু নিয়মাবলী রয়েছে। যারা নির্দিষ্ট পদের জন্য আবেদন করবেন তাদের প্রথমে পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র বর্ধমান পৌরসভার নির্দিষ্ট ড্রপ বক্সে জমা দিতে হবে।

৭ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই দিন বিকেল ৫টা পর্যন্ত জমা নেওয়া হবে আবেদনপত্র। নির্দিষ্ট বিষয়ে বিস্তারিত জানার জন্য পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া প্রয়োজন।

Banowarilal Chowdhary

Next Article

CPIM: প্রার্থীই দিতে পারল না তৃণমূল-বিজেপি, কাঁথিতে সমবায় ভোটে জিতল বামেরা!

Scroll to Top