Infidelity: চার বছর ধরে অবৈধ সম্পর্ক! সংসার করতে রাজি না হওয়ায় ধারালো অস্ত্রের কোপ প্রেমিকাকেই!

Infidelity: চার বছর ধরে অবৈধ সম্পর্ক! সংসার করতে রাজি না হওয়ায় ধারালো অস্ত্রের কোপ প্রেমিকাকেই!

Last Updated:

Infidelity: পরিবারে স্বামী ও সন্তান থাকলেও গৃহবধূকে তার সঙ্গে সংসার করার জন্য চাপ দিত প্রেমিক। আর সেই কারণেই প্রায় দিন মানসিক অত্যাচার চালাতেন ওই যুবক বলেই জানা গিয়েছে।

প্রতীকী ছবিInfidelity: চার বছর ধরে অবৈধ সম্পর্ক! সংসার করতে রাজি না হওয়ায় ধারালো অস্ত্রের কোপ প্রেমিকাকেই!
প্রতীকী ছবি

মুর্শিদাবাদ: চার বছর ধরে সম্পর্ক। পুকুরে বাসন ধুয়ে স্নান করতে গেলে গৃহবধূকে ধারালো অস্ত্রের কোপ। গলার নলি ও হাতের আঙুল কেটে গেল গৃহবধূর। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন কান্দি মহকুমা হাসপাতালে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুর থানার গাঙ্গেড্ডা গ্রামে।

অভিযোগ, গাঙ্গেড্ডা গ্রামের এক যুবকের সঙ্গে দীর্ঘ চার বছর ধরে অবৈধ সম্পর্ক লিপ্ত ছিলেন ওই গৃহবধূ। পরিবারে স্বামী ও সন্তান থাকলেও গৃহবধূকে তার সঙ্গে সংসার করার জন্য চাপ দিত প্রেমিক। আর সেই কারণেই প্রায় দিন মানসিক অত্যাচার চালাতেন ওই যুবক বলেই জানা গিয়েছে। বেশ কিছু দিন ধরেই গৃহবধূকে বাড়ি ছেড়ে তার সঙ্গে সংসার করার জন্য অত্যাচার করা হয়। কিন্তু তাতে রাজি হননি গৃহবধূ।

কৌশিক অধিকারী 

Scroll to Top