Last Updated:
এলাকার মানুষের অভিযোগ দিনের পর দিন এলাকায় উপদ্রব বাড়ছে শিয়ালের। শিয়ালের আতঙ্কে শিশুরা স্কুলে যেতেও ভয় পাচ্ছে। এলাকাবাসী এছাড়া অভিযোগ করছেন যে ফাঁকা এলাকায় ঘর থেকে বের হতে ভয় লাগছে শিয়ালের আতঙ্কে।

News18
রানাঘাট: শিয়ালের উপদ্রবে অতিষ্ঠ এলাকার মানুষ। গতকাল রাতে বিয়ের অনুষ্ঠান বাড়িতে পাগল শিয়ালের হামলা। পাগল শেয়ালের কামরে গুরুতর অসুস্থ সাত থেকে আট জন। ঘটনাটি নদিয়ার রানাঘাট এক নম্বর ব্লকের নতুন তারাপুর গ্রামের।
এলাকার মানুষের অভিযোগ বিয়ে বাড়িতে রাত আনুমানিক সাড়ে নটা থেকে দশটার সময় হঠাৎই পাগল শিয়াল ঢুকে পড়ে। এরপরেই একের পর এক ব্যক্তিকে কামড়াতে শুরু করে। পাগল শেয়ালের কামড়ে অসুস্থ হয়ে পড়ে সাত থেকে আট জন। পাগল শেয়ালের তাণ্ডবে প্রায় লণ্ডভণ্ড বিয়ের অনুষ্ঠান।
এরপর বিয়ে বাড়ির থেকে পাগল শিয়াল তাড়া খেয়ে পাশের একটি বাড়িতে অসুস্থ এক ব্যক্তি বারান্দায় শুয়ে ছিলেন তাঁকে আক্রমণ করে এবং তাঁর কান ছিড়ে কেটে দেয়। এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়ায় এলাকায়।
এলাকার মানুষের অভিযোগ দিনের পর দিন এলাকায় উপদ্রব বাড়ছে শিয়ালের। শিয়ালের আতঙ্কে শিশুরা স্কুলে যেতেও ভয় পাচ্ছে। এলাকাবাসী এছাড়া অভিযোগ করছেন যে ফাঁকা এলাকায় ঘর থেকে বের হতে ভয় লাগছে শিয়ালের আতঙ্কে। বর্তমানে শিয়ালের কামড়ে আক্রান্তদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হবিবপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। শিয়ালের উপদ্রব থেকে বাঁচাতে দ্রুত প্রশাসন ও বনদফতর ব্যবস্থা গ্রহণ করুক দাবি এলাকাবাসীর।
Mainak Debnath
Kolkata,West Bengal
July 06, 2025 10:38 PM IST