Bhopal Lift Incident: লোডশেডিংয়ে আটকে লিফট, ভিতরে আটকে ছেলে, আতঙ্কেই মৃত্যু হল বাবার !

Bhopal Lift Incident: লোডশেডিংয়ে আটকে লিফট, ভিতরে আটকে ছেলে, আতঙ্কেই মৃত্যু হল বাবার !

Last Updated:

Bhopal man dies of heart attack in lift: শেষ পর্যন্ত ছেলে অক্ষত অবস্থায় লিফট থেকে বেরিয়ে এলেও, মৃত্যুর কোলে ঢলে পড়লেন ওই ব্যক্তি। গোটা ঘটনায় শোকস্তব্ধ পাড়া-পড়শিরা।

লোডশেডিংয়ে আটকে লিফট (Photo: AI)Bhopal Lift Incident: লোডশেডিংয়ে আটকে লিফট, ভিতরে আটকে ছেলে, আতঙ্কেই মৃত্যু হল বাবার !
লোডশেডিংয়ে আটকে লিফট (Photo: AI)

ভোপাল: লিফটে আটকে রয়েছে ছেলে ৷ উদ্ধার করতে ছোটাছুটি শুরু করেছিলেন বাবা ৷ ছেলে শেষপর্যন্ত অক্ষত অবস্থায় বেরিয়ে এলেও মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাবা ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে ৷

ভোপালের রয়্যাল ফার্ম ভিলা কলোনিতে এই ঘটনা ঘটেছে। অভিজাত আবাসনের ৩০৭ নম্বর ফ্ল্যাটে দুই স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাস করতেন ৫১ বছর বয়সি, ইনস্যুব়্যান্স অ্যান্ড প্রপার্টি ব্রোকার ঋষিরাজ ভটনাগর।

সোমবার রাতে নৈশভোজ সেরে, ১০.৩০টা নাগাদ নীচে হাঁটতে যান তিনি। সেই সময় আট বছরের ছেলে নীচে খেলছিল ৷ কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ঝড়ের দাপট ৷ ছেলেকে উপরে যেতে বলেন বাবা ৷ কিন্তু প্রচণ্ড ঝড়ে বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় লিফট আটকে যায় ৷ ছেলের ‘বাবা’, ‘বাবা’ বলে চিৎকার শোনা যায় ৷ ওই ব্যক্তি এরপর ছুটে যান আবাসনের জেনারেটর রুমে। নিজের চেষ্টায় জেনারেটর চালু করতে পারেননি তিনি। তাই নিরাপত্তারক্ষীকে জেনারেটর চালিয়ে, লিফটের চাবি নিয়ে আসতে বলেন। এর পর ফের লিফটের দিকে ছুটে যান তিনি। কিন্তু  কিছুক্ষণেই শরীর লুটিয়ে পড়ে মাটিতে।

এদিকে, কয়েক মুহূর্তের মধ্যেই বিভ্রাট কেটে যায়। সাকুল্যে তিন মিনিটের মধ্যে জেনারেটর চালু হয়ে যায়। আবার চালু হয় লিফট, নিরাপদে বেরিয়ে আসে ছোট্ট দেবাংশ। কিন্তু লিফট থেকে বেরিয়ে বাবাকে পড়ে থাকতে দেখে সে।

বাংলা খবর/ খবর/দেশ/

Bhopal Lift Incident: লোডশেডিংয়ে আটকে লিফট, ভিতরে আটকে ছেলে, আতঙ্কেই মৃত্যু হল বাবার !

Scroll to Top