BGBS 2025: ‘সম্মেলন থেকে লগ্নি কোথায়?’ বিরোধীদের প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

BGBS 2025: ‘সম্মেলন থেকে লগ্নি কোথায়?’ বিরোধীদের প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

নিউ টাউনে বসেছে অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর৷ সেখানে হাজির হয়েছেন মুকেশ আম্বানি, সজ্জন জিন্দল, সঞ্জীব পুরী, সঞ্জীব গোয়েঙ্কাদের মতো প্রথমসারির শিল্পপতিরা৷

বিরোধীদের প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়BGBS 2025: ‘সম্মেলন থেকে লগ্নি কোথায়?’ বিরোধীদের প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বিরোধীদের প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: নিউটাউনে বসেছে অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর৷ সেখানে হাজির হয়েছেন মুকেশ আম্বানি, সজ্জন জিন্দল, সঞ্জীব পুরী, সঞ্জীব গোয়েঙ্কাদের মতো প্রথমসারির শিল্পপতিরা৷ এবার বিরোধীদের প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “অনেকে প্রশ্ন তোলেন, গত সাতবারের সম্মেলন থেকে কী কী কাজ হয়েছে? আমি তো আজ হিসেব দিয়ে দিলাম। মোট ১৯ লক্ষ কোটি টাকার একটু বেশি লগ্নি এসেছিল বঙ্গে। তার মধ্যে ১৩ লক্ষ কোটির কাজ ইতিমধ্যে হয়ে গিয়েছে। বাকি ৬ লক্ষ কোটি অর্থ দিয়ে বিভিন্ন কাজ চলছে। এই বাণিজ্য সম্মেলনের সুফল পেয়েছি আমরা। এছাড়া আজ তো মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল, সৌরভরা বললেন কীভাবে এখানে শিল্পের প্রসারে ভালভাবে কাজ চলছে।”

তিনি আরও জানান, ”মুকেশজি জানিয়েছেন, কলকাতা থেকেই ওঁরা Jio-র পরিষেবা দেবে গোটা বিশ্বে। গেটওয়ে হবে কলকাতা। এটা খুবই ভাল। সজ্জন জিন্দালজি জানিয়েছেন, ওঁরা শালবনিতে ওঁদের যেখানে কারখানা আছে, সেখানে ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করবেন বিদ্যুতের জন্য। এছাড়া অন্ডাল বিমানবন্দরটা ওঁরা নিজেরা নিয়ে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে উঠবে বলে জানিয়েছেন। সৌরভও একটা কাজ করতে আগ্রহী। তবে তা নিয়ে আইনি জটিলতা থাকায় ও প্রকাশ্যে কিছু বলেনি।”

আরও পড়ুন: ১ টাকার জমি নিয়ে প্রশ্ন! সৌরভ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে জানালেন, ‘বিনিয়োগ করেছি’!

সম্মেলনের প্রথম দিনেই মুকেশ আম্বানি বলেন, ‘আসুন বাংলায় বিনিয়োগ করুন। দিদি কার্পেট বিছিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছেন। বাংলায় একজন বিনিয়োগকারী হিসেবে আমি বলতে পারি বাণিজ্যের সেরা গন্তব্য এখন বাংলা।’ সজ্জন জিন্দাল বলেন, ‘দেশের অনেক জায়গায় গিয়েছি, কিন্তু কোথাও এমন ব্যবসার সুযোগ-সুবিধা পাইনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই বদলে যাওয়া বাংলায় আমরা বিনিয়োগ করেছি, আপনারাও করুন।’ সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘এখানে জন্মেছি, বড় হয়েছি, যদি বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যাই ক্ষমা করবেন। বিশ্বাস করুন, গত ১৪ বছর ধরে যে মুখ্যমন্ত্রীকে দেখছি, সেই মুখ্যমন্ত্রী যে কোনও সমস্যার সমাধান খুব দ্রুত করেন।’ হর্ষ নেওটিয়া বলেন, টএখানে ব্যবসার জন্য যে সহযোগিতা পাওয়া যায়, তা অভূতপূর্ব। মুখ্যমন্ত্রী এবং আমলারা সবসময় সবক্ষেত্রেই সহযোগিতা করে থাকেন।’ আজ সম্মেলনের শেষ দিনে জানা যাবে নতুন বিনিয়োগের ব্যাপারে।

Next Article

BGBS 2025: ‘লাকি ডে’-তে ঘোষণা… কাজ শুরু লক্ষ্মীবারেই! দেউচা-পাঁচামি নিয়ে ‘বড়’ সিদ্ধান্ত

Scroll to Top