Mysterious Death: সিলিন্ডার থেকে পাইপ ঢুকেছে মুখে…পুরো মাথা ঢাকা প্লাস্টিকে…হিলিয়াম গ্যাস পান করে গেস্ট হাউসের ঘরে নিজেকে শেষ করলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট

Mysterious Death: সিলিন্ডার থেকে পাইপ ঢুকেছে মুখে…পুরো মাথা ঢাকা প্লাস্টিকে…হিলিয়াম গ্যাস পান করে গেস্ট হাউসের ঘরে নিজেকে শেষ করলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট

Last Updated:

Mysterious Death: ঘরের দরজা ভেঙে ফেলার পর কনসলকে বিছানায় নিথর অবস্থায় উদ্ধার করে পুলিশ। মৃতদেহের পাশে একটি সিলিন্ডার পড়ে ছিল। সিলিন্ডার থেকে বেরিয়ে আসা একটি পাইপ ঢোকানো ছিল ধীরজের মুখে। তাঁর পুরো মাথা ঢাকা ছিল স্বচ্ছ প্লাস্টিকে।

ধীরজের আর্জি, তাঁর টাকা কোনও অনাথাশ্রম বা বৃদ্ধাবাসে দান করে দেওয়া হোকMysterious Death: সিলিন্ডার থেকে পাইপ ঢুকেছে মুখে…পুরো মাথা ঢাকা প্লাস্টিকে…হিলিয়াম গ্যাস পান করে গেস্ট হাউসের ঘরে নিজেকে শেষ করলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট
ধীরজের আর্জি, তাঁর টাকা কোনও অনাথাশ্রম বা বৃদ্ধাবাসে দান করে দেওয়া হোক

নয়াদিল্লি: দিল্লির এক গেস্ট হাউসে হিলিয়াম গ্যাস খেয়ে আত্মঘাতী ২৫ বছর বয়সি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তদন্তকারী পুলিশ অফিসাররা জানিয়েছেন গেস্ট হাউসের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। এছাড়া সোশ্যাল মিডিয়াতেও তিনি লিখেছেন বলে জানা গিয়েছে। এয়ারবিএনবি সংস্থার একটি ঘর ভাড়া করে এই রহস্যময় ঘটনা ঘটেছে বলে। পুলিশ জানিয়েছে দিল্লিতে এই প্রথম হিলিয়াম গ্যাস পান করে আত্মহত্যা করার ঘটনা ঘটল।

নয়াদিল্লিতে গোলবাজার এলাকায় বেঙ্গলি মার্কেটের কাছে একটি গেস্ট হাউস ভাড়া করেন ধীরজ কনসল নামে ওই যুবক। তাঁর ঘরের দরজার বাইরে থেকে তীব্র গন্ধ বার হতে দেখে পুলিশকে খবর দেন গেস্ট হাউসের মালিক। ঘরের দরজা ভেঙে ফেলার পর কনসলকে বিছানায় নিথর অবস্থায় উদ্ধার করে পুলিশ। মৃতদেহের পাশে একটি সিলিন্ডার পড়ে ছিল। সিলিন্ডার থেকে বেরিয়ে আসা একটি পাইপ ঢোকানো ছিল ধীরজের মুখে। তাঁর পুরো মাথা ঢাকা ছিল স্বচ্ছ প্লাস্টিকে।

তদন্তে জানা গিয়েছে, গত ২০ থেকে ২৮ জুলাই পর্যন্ত গেস্ট হাউসের ঘরটি ভাড়া করেছিলেন ধীরজ। যাতে সোশ্যাল মিডিয়া কোনওভাবেই তাঁর পোস্ট ডিলিট করতে না পারে, তার জন্য কাগজ কলমেও সুইসাইড নোট লিখে যান ধীরজ। আত্মহননের জন্য কাউকে দায়ী করেননি ধীরজ। তিনি লিখেছেন, ‘‘এটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। জীবনে যত জনের সঙ্গে আলাপ হয়েছে,সকলেই আমার প্রতি সত্যিই সহানুভূতিশীল ছিলেন। তাই আমি পুলিশ ও প্রশাসনকে অনুরোধ করব যাতে এর জন্য কাউকে বিরক্ত বা হেনস্থা করা না হয়।’’

ধীরজের আর্জি, তাঁর টাকা কোনও অনাথাশ্রম বা বৃদ্ধাবাসে দান করে দেওয়া হোক। সঙ্গে অনুরোধ, তাঁর অঙ্গ-প্রত্যঙ্গও দান করে দেওয়া হোক। ধীরজের সুইসাইড নোট তাঁর মনের অস্থিরতা প্রকাশ করে। “আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমি কারও নাম বলব না কারণ আমি চাই না আপনারা কেউ সমস্যায় পড়ুন…”, তিনি বলেন।

Disclaimer:If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)

বাংলা খবর/ খবর/দেশ/

Mysterious Death: সিলিন্ডার থেকে পাইপ ঢুকেছে মুখে…পুরো মাথা ঢাকা প্লাস্টিকে…হিলিয়াম গ্যাস পান করে গেস্ট হাউসের ঘরে নিজেকে শেষ করলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট

Scroll to Top