Last Updated:
যদিও, ট্রাম্পের এই মন্তব্য গতমাসেই খারিজ করেছে ভারত। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথার সময়েই পরিষ্কার করে দেন এই সংঘর্ষ বিরতি সম্পূর্ণ দুই দেশের মধ্যে

ওয়াশিংটন: ভারত-পাক সংঘর্ষবিরতিতে প্রধান ভূমিকা পালন করেছিলেন তিনি শুরু থেকে এমনটাই দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার, আরও একবার ফের ভারত-পাক সংঘর্ষ থামানোর ক্ষেত্রে নিজের ‘কৃতিত্ব’ জাহির করলেন মার্কিন প্রেসিডেন্ট।
কিন্তু, এটাই প্রথম নয়, এর আগেও বহুবার দুই দেশের যুদ্ধ পরিস্থিতি থামানোর ক্ষেত্রে নিজেকে প্রধান ‘সমঝোতাকারী’ হিসাবে সামনে এনেছিলেন তিনি।
শুক্রবারেও কোনও দেশের নাম না করেই তিনি জানান এই সংঘর্ষ চলাকালীন মোট পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।
শুক্রবার তিনি বলেন, “আমরা অনেক যুদ্ধ থামিয়েছি। অনেক গুরুতর বিষয়গুলির মধ্যে ভারত-পাক সংঘর্ষের বিষয়টি অন্যতম ছিল। ওই সময় বেশ কিছু বিমান গুলি করে নামানো হয়েছিল। মোট পাঁচটি জেট বিমান গুলি করে নামানো হয়েছিল। আদতে দুই পরমাণু শক্তিধর দেশ একে অন্যের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল তা সত্যিই ভয়ঙ্কর ছিল।”
যদিও, ট্রাম্পের এই মন্তব্য গতমাসেই খারিজ করেছে ভারত। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথার সময়েই পরিষ্কার করে দেন এই সংঘর্ষ বিরতি সম্পূর্ণ দুই দেশের মধ্যে কথোপকথনের পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
#WATCH | Washington, D.C.: US President Donald Trump says, “We stopped a lot of wars. And these were serious, India and Pakistan, that was going on. Planes were being shot out of there. I think five jets were shot down, actually. These are two serious nuclear countries, and they… pic.twitter.com/MCFhW406cT
— ANI (@ANI) July 18, 2025
এই প্রসঙ্গে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি বলেন, “ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক উত্তেজনার সৃষ্টি হয়েছিল তা পাকিস্তানের আবেদনের কথা মেনেই সংঘর্ষবিরতি হয়েছে।”
সংঘর্ষবিরতি নিয়ে মুখ খুলে ট্রাম্প আরও বলেন, “যদি যদি ভারত এবং পাকিস্তান দুই দেশই যুদ্ধ বিরতির দিকে পা না বাড়াত এবং তা দিন প্রতি দিন বাড়তেই থাকত তবে আমরা বাণিজ্যের মাধ্যমে তা সমাধানের চেষ্টা করতাম। যুদ্ধ পরিস্থিতি না থামালে আমরা কোনও ধরনের বাণিজ্য চুক্তি করতাম না বলেও জানিয়েছিলাম দুই দেশকে।”
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 19, 2025 11:44 AM IST