RailOne App : টিকিট বুকিং থেকে অভিযোগ দায়ের, সব এক জায়গায়! ডাউনলোড করে নিন রেলের এই ‘সুপার অ্যাপ’

RailOne App : টিকিট বুকিং থেকে অভিযোগ দায়ের, সব এক জায়গায়! ডাউনলোড করে নিন রেলের এই ‘সুপার অ্যাপ’

Last Updated:

Indian Rail App- আসলে রেলওয়ের প্রত্যেকটি পরিষেবাকে একটিমাত্র প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসাটাই এর অন্যতম প্রধান লক্ষ্য। আর এই সুপার অ্যাপটি এসে যাওয়ার ফলে রেলযাত্রীদের এক-একটি পরিষেবার জন্য বারবার আলাদা অ্যাপ খুলে দেখতে হবে না। 

News18RailOne App : টিকিট বুকিং থেকে অভিযোগ দায়ের, সব এক জায়গায়! ডাউনলোড করে নিন রেলের এই ‘সুপার অ্যাপ’
News18

কলকাতা: রেলযাত্রীদের জন্য এসে গিয়েছে এক দারুণ সুখবর। রেলওয়ের একটি নতুন সুপার অ্যাপ চালু করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর এই নতুন অ্যাপটির নাম RailOne। আসলে রেলওয়ের প্রত্যেকটি পরিষেবাকে একটিমাত্র প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসাটাই এর অন্যতম প্রধান লক্ষ্য। আর এই সুপার অ্যাপটি এসে যাওয়ার ফলে রেলযাত্রীদের এক-একটি পরিষেবার জন্য বারবার আলাদা অ্যাপ খুলে দেখতে হবে না।

সিঙ্গেল অ্যাপেই সমস্ত ফেসিলিটি:

এই অ্যাপের এক জায়গাতেই একাধিক ফেসিলিটি পাওয়া যাবে। এই সুবিধাগুলির মধ্যে অন্যতম হল – টিকিট বুকিং, ট্রেনের লাইভ স্টেটাস চেক করা, প্ল্যাটফর্ম টিকিট কাটা, খাবার অর্ডার করা। এমনকী নালিশ ঠোকার জন্যও এই অ্যাপটি ব্যবহার করতে পারেন যাত্রীরা।

কোথায় মিলবে এই অ্যাপ?

যাত্রী বা গ্রাহকরা  Google Play Store এবং Apple App Store থেকে ডাউনলোড করতে পারেন এই অ্যাপটি। বর্তমানে এটি অবশ্য বিটা টেস্টিং পর্যায়ে রয়েছে। কিন্তু খুব তাড়াতাড়ি সকলেই ব্যবহার করতে পারবেন এই অ্যাপটি। CRIS (Centre for Railway Information Systems) এই RailOne অ্যাপটি তৈরি করেছে। আর IRCTC-র সঙ্গে এই অ্যাপটির লিঙ্ক থাকবে।

আসলে এটি পুরোপুরি ভাবে IRCTC অ্যাপের জায়গা নিয়ে নেবে না। কিন্তু এটা নিশ্চিত রূপে একটি ভাল বিকল্প হয়ে উঠবে। কারণ এটি IRCTC পরিষেবার সঙ্গে অন্যান্য রেলওয়ে পরিষেবাও প্রদান করবে।

RailOne-এর সুবিধাগুলি কী কী?

একটি অ্যাপের মধ্যেই সব কিছু থাকলে সেটা সময় অনেকটাই বাঁচিয়ে দেয়। এমনকী কোনও রকম ঝঞ্ঝাটও থাকে না। লগ-ইন এবং m-PIN-এর মতো ফিচারের জেরে ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত থাকবে। যাত্রীরা ভাল এবং সহজ মোবাইল অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। বারবার শুধু ভিন্ন ভিন্ন অ্যাপে ঘুরে বেড়ানোর ঝামেলাও থাকবে না।

ফলে সব মিলিয়ে এটাই বলা যেতে পারে যে, এটা শুধুমাত্র একটা অ্যাপই নয়। এটা একটা সম্পূর্ণ ডিজিটাল ইকোসিস্টেম। RailOne অ্যাপের আওতায় অন্তর্ভুক্ত করা হবে মেসেজিং, সোশ্যাল মিডিয়া, ই-কমার্স, পেমেন্ট ইত্যাদিকেও। এটি কেবল একটি রেলওয়ে অ্যাপ নয়, বরং একটি মাল্টিটাস্কিং অ্যাপ হয়ে উঠবে। যার অর্থ হল, এখন ট্রেন যাত্রা আরও সুন্দর, নিরাপদ এবং আগের তুলনায় অনেকটাই সুবিধাজনক হয়ে উঠবে। সৌজন্যে থাকবে শুধুমাত্র এই একটি অ্যাপ।

Scroll to Top