চুল কাটার আগে আবির তাঁর ভাষণে বলেন, ‘ইরান মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের ক্ষোভ নিপীড়কদের চেয়ে বড় হবে। যতক্ষণ না পর্যন্ত ইরানের নারীরা মুক্ত হবেন, আমরা আপনাদের সঙ্গে আছি।’
আবির আরও বলেন, ‘আমরা, ইইউর জনগণ-নাগরিকেরা ইরানে নারী-পুরুষের বিরুদ্ধে সব ধরনের সহিংসতা কোনো ধরনের শর্ত ছাড়া অবিলম্বে বন্ধের দাবি জানাচ্ছি।’
তেহরানের বিরুদ্ধে ইইউর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান আবির।
আবিরের ভাষণ ও চুল কাটার ভিডিও ইউরোপীয় পার্লামেন্টের ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে। তিনি তাঁর ফেসবুকেও এই ভিডিও দিয়েছেন।
ভিডিওতে দেখা যায়, আবির তাঁর কাটা চুলের গোছা হাত দিয়ে ধরে ওপরের দিকে তুলে ধরেছেন। এ সময় তিনি উচ্চ স্বরে বলেন, ‘নারী, জীবন, স্বাধীনতা!’