যেসব অ্যাপ মোবাইলে থাকলে হ্যাকারদের কাছে যাবে আপনার গোপন তথ্য!

করোনার প্রভাবে মোবাইল ফোনের গুরুত্ব অনেকগুণ বেড়ে গিয়েছে। কেননা বেশিরভাগ কাজই এখন অনলাইনে সারতে হয়। আর্থিক লেনদেন, কেনাকাটা, অফিসের কাজ বা পড়াশোনা, সবটাই হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে।

শুধু তাই নয়, ইচ্ছায় হোক বা অনিচ্ছায়, শিশুদের হাতেও স্মার্টফোট তুলে দিতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা। এই পরিস্থিতিতে ফোনের বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি। শিশুরা অনলাইন ক্লাসের বাইরে ফোন নিয়ে কী করছে, সেদিকে খেয়াল রাখতে হবে।

সাম্প্রতিক একটি প্রতিবেদন বলছে, অ্যান্ড্রয়েড ফোনে অপরিচিত কোনও অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। নিশ্চিত না হয়ে কোনও অ্যাপই ডাউনলোড করা উচিত নয়। কারণ, অ্যাপের মাধ্যমেই ফোনে থাকা যাবতীয় তথ্য অন্যের হাতে চলে যেতে পারে। শুধু তাই নয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফাঁকা হয়ে যেতে পারে। এই কারণে কারও ফোনে যদি অপ্রয়োজনীয় এবং অপরিচিত কোনও অ্যাপ থাকে, তাহলে অবিলম্বে ডিলিট করে দেওয়া উচিত।

সাইবার নিরাপত্তা বিষয়ক গবেষকরা বলছেন, গুগল প্লে স্টোরে বেশ কয়েকটি বিপজ্জনক অ্যাপ আছে। এই অ্যাপগুলোর একটি তালিকাও তৈরি করেছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, এই অ্যাপগুলি শুধু ডিলিট করে দিলেই হবে না, ‘আনসাবস্ক্রাইব’-ও করতে হবে। না হলেই এর সুযোগ নেবে প্রতারকরা। গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয় তো আছেই, সঙ্গে আর্থিক ক্ষতিও হতে পারে।

এদিকে একটি সাইবার নিরাপত্তা সংস্থা ভয়ংকর তথ্য সামনে এনেছে। এতে বলা হয়েছে, অ্যাপ স্টোর ও প্লে স্টোরের কমপক্ষে ৭৫টি অ্যাপে ভয়ংকর অ্যাডওয়্যারের সন্ধান পাওয়া গেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যাপগুলো যেসব ফোনে ইনস্টল রয়েছে সেই সব ডিভাইসে প্রথাগত বিজ্ঞাপন দেখানো হচ্ছে। এতে কেউ ক্লিক করলেই ম্যালওয়্যার ইনজেকশনের মাধ্যমে গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা।

ব্লিপিং কম্পিউটার ওয়েবসাইটে প্রথম এই ক্ষতিকর অ্যাপগুলোর খবর সামনে আসে। সেখানে জানানো হয়েছে, এই ৭৫টি অ্যাপ মোট ১.৩ কোটি বার ডাউনলোড করা হয়েছে।

সাইবার সুরক্ষা গবেষকরা জানিয়েছেন, Scylla নামের একটি অ্যাডওয়্যার বিভিন্ন ফোনে হানা দিচ্ছে। ২০১৯ সালের আগস্টে প্রথম এ অ্যাডওয়াডের সন্ধান পাওয়া যায়। সেই সময় Poseidon নামে এই অ্যাডওয়্যার ধরা পরেছিল।

এতে বিজ্ঞাপনের মাধ্যমে আয়ের লোভ দেখিয়ে ম্যালওয়্যার ছড়ানোর কাজ চালাচ্ছে হ্যাকাররা। মাঝে মধ্যেই ফুল স্ক্রিন বিজ্ঞাপন এমনভাবে দেখানো হয় যেখানে বিজ্ঞাপনের উপরে ক্লিক না করে উপায় থাকে না। ফলে ব্যবহারকারীর ফোনে ম্যালওয়্যার ইনস্টল করতে বাধ্য করা হয়। নীচে এমন সন্দেহজনক কয়েকটি অ্যাপের তালিকা প্রকাশ করা হল-

১। Loot the Castle -com.loot.rcastle.fight.battle (id1602634568)
২। Run Bridge – com.run.bridge.race (id1584737005)
৩। Shinning Gun-com.shinning.gun.ios (id1588037078)
৪। Racing Legend 3D – com.racing.legend.like (id1589579456)
৫। Rope Runner – com.rope.runner.family (id1614987707)
৬। Wood Sculptor – com.wood.sculptor.cutter (id1603211466)
৭। Fire-Wall – com.fire.wall.poptit (id1540542924)
৮। Ninja Critical Hit – wger.ninjacriticalhit.ios (id1514055403)
৯। Tony Runs – com.TonyRuns.game
১০। Super Hero-Save the world! – com.asuper.man.playmilk
১১। Spot 10 Differences – com.different.ten.spotgames
১২। Find 5 Differences – com.find.five.subtle.differences.spot.new
১৩। Dinosaur Legend – com.huluwagames.dinosaur.legend.play
১৪। One Line Drawing – com.one.line.drawing.stroke.yuxi
১৫। Shoot Master – com.shooter.master.bullet.puzzle.huahong
১৬। Talent Trap – NEW – com.talent.trap.stop.all

Scroll to Top