লস অ্যাঞ্জেলসে গড়াবে ২০২৮ সালের অলিম্পিক গেমস। আসরের নিরাপত্তা নিশ্চিতে টাস্ক ফোর্স গঠন করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউস বিষয়টি জানিয়েছে। বলেছে, টাস্ক ফোর্সকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে মঙ্গলবার (স্থানীয় সময়) একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেস গ্রীষ্মকালীন গেমস তার দ্বিতীয় মেয়াদে সবচেয়ে বেশি প্রত্যাশিত ইভেন্টগুলির মধ্যে একটি।
২০০২ সালের উটাহের সল্ট লেক সিটিতে শীতকালীন গেমসের ২৬ বছর ২০২৮ সালে ফের যুক্তরাষ্ট্রে আয়োজিত হবে অলিম্পিক।
বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ‘খেলাধুলাকে সর্বশ্রেষ্ঠ আবেগ হিসাবে অভিহিত করেছেন রাষ্ট্রপতির ট্রাম্প। বিশ্বব্যাপী এই ক্রীড়া প্রদর্শনী তদারকি করাকে তার জন্য বড় সম্মানের।
লস অ্যাঞ্জেলস অলিম্পিকের চেয়ারম্যান ক্যাসি ওয়াসারম্যান বলেছেন, ‘টাস্ক ফোর্স আমাদের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাতে ২০২৮ সালের গ্রীষ্মে বিশ্বের সবচেয়ে বড় গেমস আয়োজনের জন্য যৌথ প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে।’