হাসপাতালে নেওয়া হয়েছে তাসকিনকে, লাগতে পারে সেলাই

শেষ ওভারের রোমাঞ্চ ছড়িয়েও তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। সহজ জয়ের পথে থাকা পাকিস্তানকে চাপে ফেলার কাজটা করেন তাসকিন আহমেদ। তবে এই টাইগার পেসার ততক্ষণে হাতের চোট পেয়ে বসেন, মাঠের বাইরেও যেতে হয়। এবার তাকে যেতে হচ্ছে হাসপাতালে, লাগতে পারে সেলাই।

পাকিস্তান ইনিংসের ৬ষ্ঠ ওভারের ঘটনা। দ্বিতীয় ওভার করতে আসেন তাসকিন আহমেদ। কিন্তু প্রথম বল করেই ছাড়তে হয় মাঠ। মূলত বাবর আজমের স্ট্রেইট ড্রাইভ ঠেকাতে গিয়ে চোট পান ডান হাতে।

ফিজিও জুলিয়ান ক্যালেফাতো এসে প্রাথমিক চিকিৎসা করলেও ছেড়েছেন মাঠ। এরপর অবশ্য মাঠে ফিরে বল হাতে নেন ১১ তম ওভারেই। পরে ১৮তম ওভারে দেখান ঝলকও।

জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১৮ বলে ১৯। ঐ ওভারে তাসকিন খরচ করেন মাত্র ৪ রান। কিন্তু খেলা শেষেই তাকে যেতে হয়েছে হাসপাতালে। এমনকি দলের মেডিকেল বিভাগ বলছে লাগতে পারে সেলাইও।

received 612213190123492

বিসিবি চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বলেন, ”তাসকিনের বৃদ্ধাংগুল ফেটে গেছে। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। চিকিৎসক দেখবে, সেলাই লাগতে পারে। ২৬ তারিখ টেস্ট খেলবে কী না এখনো বুঝা যাচ্ছে না’

Scroll to Top