স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহারকে সম্মাননা | বাংলাদেশ

স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহারকে সম্মাননা | বাংলাদেশ

<![CDATA[

চাঁদপুরে পুলিশ নারী কল্যাণ- পুনাকের নতুন কমিটির একবছর পূর্তি উপলক্ষে স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহারকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১৯ মার্চ) পুনাক কার্যালয়ে নানা আয়োজনে এই বীর নারী মুক্তিযোদ্ধাকে সম্মানিত করা হয়।

চাঁদপুরে পুনাক সভানেত্রী ডা. আফসানা শর্মীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ।

অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ইয়াসির আরাফাত, পুনাক সহ-সভানেত্রী পূজা দাশ রায়, ইশানা আরাফাত, পুনাক, সংগীত বিভাগের অধ্যক্ষ শীপ্রা সাহা প্রমুখ।

অনুষ্ঠানে ডা. সৈয়দা বদরুন নাহার বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধসহ সবক্ষেত্রে নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে- তার ফসল হচ্ছে আজকের নারীর ক্ষমতায়ন।

এ সময় চাঁদপুরে পুনাকের গত এক বছরের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন তিনি।

আরও পড়ুন : আবারও করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ

প্রধান অতিথি পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, পুরুষের পাশাপাশি নারীরাও সমান তালে এগিয়ে চলছে। এতে সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

এদিকে, এদিন পুনাক-চাঁদপুর শাখার নতুনভাবে সজ্জিত কার্যালয় উদ্বোধন করেন, সংগঠনের প্রধান উপদেষ্টা, পুলিশ সুপার মিলন মাহমুদ। এছাড়া, বৃক্ষরোপন, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

]]>

Scroll to Top