সৌদি আরবে বিদেশিদের সম্পত্তি কেনার সুযোগ | চ্যানেল আই অনলাইন

সৌদি আরবে বিদেশিদের সম্পত্তি কেনার সুযোগ | চ্যানেল আই অনলাইন

সৌদি আরব ২০২৬ সালের জানুয়ারি থেকে কিছু নির্ধারিত অঞ্চলে বিদেশিদের জন্য সম্পত্তি কেনার সুযোগ তৈরি করতে যাচ্ছে।

বুধবার (৯ জুলাই) প্রকাশিত একটি প্রতিবেদনে গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের মন্ত্রিসভা নতুন একটি আইন অনুমোদন করেছে, যা বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং রিয়েল এস্টেট খাতের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সৌদি আরবের পৌর ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী এবং রিয়েল এস্টেট জেনারেল অথরিটির চেয়ারম্যান মাজেদ আল হোগেইল নতুন আইনটিকে দেশটির বিস্তৃত রিয়েল এস্টেট সংস্কার কর্মসূচির অংশ হিসেবে আখ্যায়িত করে বলেন, এই আইন রিয়েল এস্টেট সরবরাহ বৃদ্ধি, বৈশ্বিক বিনিয়োগকারী ও ডেভেলপারদের আকৃষ্টকরণ এবং সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। একইসঙ্গে এতে সৌদি নাগরিকদের স্বার্থ রক্ষায় কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হয়েছে।

নতুন আইনের আওতায়, বিদেশিরা সৌদি আরবের নির্দিষ্ট এলাকায়; বিশেষ করে রিয়াদ ও জেদ্দার মতো গুরুত্বপূর্ণ শহরে সম্পত্তি কিনতে পারবেন। তবে পবিত্র শহর মক্কা ও মদিনায় মালিকানা অর্জনে থাকবে বিশেষ শর্ত ও নিয়ন্ত্রক তত্ত্বাবধান।

রিয়েল এস্টেট জেনারেল অথরিটি ওই নির্দিষ্ট অঞ্চলগুলো চিহ্নিত করবে এবং বিদেশিদের মালিকানা সংক্রান্ত প্রক্রিয়া, যোগ্যতা ও নিয়মাবলি নির্ধারণ করে একটি নির্বাহী বিধিমালা প্রকাশ করবে। এই বিধিমালাটি আগামী ১৮০ দিনের মধ্যে ‘ইস্তিতলা’ প্ল্যাটফর্মে জনমত গ্রহণের জন্য উন্মুক্ত করা হবে।

Scroll to Top