সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক | চ্যানেল আই অনলাইন

সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক | চ্যানেল আই অনলাইন

সিলেটের দক্ষিণ সুরমার পারাইচক নামক এলাকায় তেলবাহী ট্রেনের বগী লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল ৯ ঘণ্টা।

লাইনচ্যুত বগিটি সরানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত ৫০০ মিটার রেললাইন মেরামতের পর রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

রেলওয়ে সূত্র জানায়, লাইনচ্যুত বগিটি সরানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত ৫০০ মিটার রেললাইন মেরামত করা হয়েছে। কুলাউড়া থেকে আসা রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধার কাজ চালিয়ে যাওয়া হয় এবং শেষ পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।

অন্যদিকে, ট্রেন চলাচল বন্ধ থাকায় সিলেট রেল স্টেশনে আটকে পড়া যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। ঢাকাগামী উপবন এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি, ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।

Scroll to Top