এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ডকে পেতে আগ্রহী বার্সেলোনা। ক্লাবটির কোচ হ্যান্সি ফ্লিকও চাইছেন র্যাশফোর্ড বার্সায় আসুক, এক্ষেত্রে তার পুরো সমর্থন থাকবে। আগেও র্যাশফোর্ডের প্রতি আগ্রহ প্রকাশ করেছিল স্প্যানিশ জায়ান্টরা।
রেড ডেভিলদের ডেরা ছাড়ার ঘোষণা দেয়ার পর অনেক ক্লাব তার প্রতি আগ্রহ প্রকাশ করছে। র্যাশফোর্ডের ভাই এবং এজেন্ট ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন ক্লাবগুলোর সাথে সরাসরি কথা বলার জন্য। এসি মিলান এবং বরুশিয়া ডর্টমুন্ডের সাথে ইতিমধ্যে কথা বলেছেন।
ইংল্যান্ড তারকা যদিও স্পেনে কাতালুনিয়ান ডেরায় খেলতে আগ্রহী, ব্রিটিশ গণমাধ্যমে খবর। অন্য ক্লাবের মতো বার্সেলোনার প্রধানও র্যাশফোর্ডের চুক্তির ব্যাপারে আলোচনা করছেন। রাফিনহার মতো আক্রমণের খেলোয়াড় থাকার পরও দলকে আরও আক্রমণাত্মক করতে চান ফ্লিক।
বার্সেলোনা গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে জানতে চেয়েছিল নতুন চুক্তির বিষয়ে এবং তারপর থেকে চুক্তি করা সম্ভব কিনা তা নিয়ে আলোচনা করেছে। মঙ্গলবার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা ঘোষণা দেন যে, ক্লাব ‘১:১ নিয়ম’ ফিরে পেয়েছে এবং তাদের প্রতি এক ইউরোর জন্য এক ইউরো খরচ করার অনুমতি মিলেছে।