রেললাইন থেকে তিন যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার | চ্যানেল আই অনলাইন

রেললাইন থেকে তিন যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মাধবপুর এলাকায় রেললাইনের ওপর থেকে তিন যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ হবে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার ২৩ এপ্রিল ঢাকা চট্টগ্রাম রেলপথের বুড়িচংয়ের মাধবপুর এলাকায় ১৬২ নম্বর পিলারের কাছ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন যুবকের একজনের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল, ওপর দুই যুবকের শরীর থেকে পাগুলো বিছিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। মরদেহগুলো উদ্ধার করে কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

মাধবপুর গ্রামের বাসিন্দা ইজিবাইক চালক শাহেদ মিয়া বলেন, আমি ভোর ছয়টা পাঁচ মিনিটে রেললাইনের পাশে হাঁটতে আসি। এ সময়ে এসে দেখি একজনের মাথা বিচ্ছিন্ন হয়ে আছে আর দুইজনের পা বিচ্ছিন্ন। যাদের পা বিচ্ছিন্ন হয়েছে তাদের মধ্যে একজন তখনও জীবিত ছিল। সে আমার কাছে পানি চায়। কিন্তু গ্রাম দূরে হওয়ায় সে সময় পানি আনার কোন সুযোগ ছিল না। এর মধ্যেই সে মারা যায়। ধারণা করছি, ভোর সাড়ে চারটা থেকে ছয়টার মধ্যে কোন ট্রেন তাদের ওপর দিয়ে গেছে।

ফকির বাজার জঙ্গলবাড়ির গাড়ী চালক মেহেদী হাসান বলেন, যে তিনজন ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেছে তারা আশেপাশের গ্রামের কেউ নয়। অনেকেই এসেছেন কিন্তু কেউই তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি। সকাল সাড়ে দশটায় পুলিশ এসে মরদেহগুলো নিয়ে গেছে।

স্থানীয় সংবাদকর্মী আক্কাস আল মাহমুদ হৃদয় বলেন, যেখানে তিনজনের মরদেহ পাওয়া গেছে সেখানে একটি পরিত্যক্ত ডাকবাংলো আছে। এখানে অনেকেই মাদক সেবনের জন্য আসে বলে আমরা বিভিন্ন সময়ে খবর পাই। ধারণা করছি, তারা এখানে হয়তো ঘুরতে এসেছিল কিংবা মাদক গ্রহণের জন্য এসেছিল। এসে রেললাইনে ঘুমিয়ে পড়লে তাদের ওপর দিয়ে ট্রেন চলে যায়।

বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, মাধবপুর এলাকায় রেললাইনে ৩ যুবকের কাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে- ভোরের দিকে তারা যে কোন ট্রেনের নিচে পড়ে নিহত হন। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে লাকসাম থেকে জিআরপি পুলিশও ঘটনাস্থলে পৌছায়।

Scroll to Top