মেসিকে সৌদি আরবের হাতছানি, এবার সাড়া দেবেন কি কিংবদন্তি

মেসিকে সৌদি আরবের হাতছানি, এবার সাড়া দেবেন কি কিংবদন্তি

লিওনেল মেসিকে নিয়ে গুঞ্জন চলছে বেশ আগে থেকেই। অনেক রকম কথাই হচ্ছে। ফরাসি সংবাদমাধ্যম ‘লে’কিপ’ এর মধ্যে দিল নতুন খবর।

আগে গুঞ্জনটা ভেঙে বলা যাক। ইএসপিএন আর্জেন্টিনার সাংবাদিক এস্তেবান এদুল এর আগে জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের পর যখন ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তি শেষ হবে, তখন তিনি সম্ভবত ইউরোপের কোনো লিগে ফিরতে পারেন, সেটা হতে পারে স্পেনেই, তাঁর পুরোনো ক্লাব বার্সেলোনায়। কারণ? ২০২৬ বিশ্বকাপে খেলার আগে ইউরোপের কোনো ক্লাবে নিজেকে শাণিয়ে নিতে চান মেসি—তখন এই যুক্তি দিয়েছিলেন এদুল।

Scroll to Top