আঠারো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের দীর্ঘ যাত্রার অবসান হলো মাহমুদউল্লাহ রিয়াদের। টেস্ট ও টি-টুয়েন্টি ক্রিকেটকে আগেই বিদায় বলে দিয়েছিলেন তিনি। বাকি ছিল ওয়ানডে। এবার সেই ফরম্যাটসহ আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানিয়ে দিলেন ‘সাইলেন্ট কিলার’ খ্যাত রিয়াদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের বার্তা ছড়িয়ে পড়ার পর সতীর্থরাও তাকে শুভকামনা জানাচ্ছেন।
মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের সঙ্গে মাহমুদউল্লাহকে তার অবসর জীবনের জন্য শুভকামনা জানাতে যোগ দিয়েছেন সাকিব আল হাসানও। সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব লিখেছেন, ‘রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে।’
‘খেলার প্রতি আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং আপনার নতুন যাত্রায় আপনাকে পথ দেখান।’
৩৯ বর্ষী মাহমুদউল্লাহর ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারের শুরু হয়েছিল ওয়ানডের মাধ্যমে। ২০০৭ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে অভিষেকের দুমাস পর টি-টুয়েন্টিতে কেনিয়ার বিপক্ষে অভিষেক হয়েছিল। তার দুবছর পর ২০০৯ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয়েছিল মিডলঅর্ডার তারকার।
সদ্য ছেড়ে দেয়া ফরম্যাটে, ২৩৯ ওয়ানডে খেলে ৫৩ ম্যাচ ব্যাটিংয়ে অপরাজিত ছিলেন রিয়াদ। তার রান ৫,৬৮৯। সর্বোচ্চ রানের ইনিংসটি অপরাজিত ১২৮ রানের। ৪টি সেঞ্চুরির পাশাপাশি ৩২টি ফিফটি রয়েছে নামের পাশে। ২৩৯ ম্যাচের মধ্যে ১৫৩ ইনিংসে বল করে ৮২ উইকেট শিকার করেছেন। ৪ রানে ৩ উইকেট তার সেরা ওয়ানডে বোলিং।