মনিপুর উচ্চ বিদ্যালয়ে নিয়ম বহির্ভূত বদলির অভিযোগ | চ্যানেল আই অনলাইন

মনিপুর উচ্চ বিদ্যালয়ে নিয়ম বহির্ভূত বদলির অভিযোগ | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র সহকারী শিক্ষক তানজিদা খান প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ছাড়া ও বিদ্যালয় পরিচালনা কমিটি না থাকার পরও নিয়ম বহির্ভূতভাবে বদলির অভিযোগ এনেছে।

এই অভিযোগ এনে তানজিদা খান জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন।

Bkash

 

অভিযোগপত্রে তিনি বলেন, বর্তমানে বিদ্যালয়ে কোন কমিটি না থাকার পরেও নিয়ম বহির্ভূতভাবে আমিসহ ৩২ জন শিক্ষককে আজ মৌখিকভাবে বদলির আদেশ দেওয়া হয়। লিখিত আদেশ চাইলে পরবর্তীতে দেওয়া হবে বলে জানান সহকারী প্রধান শিক্ষক হাসিনা আক্তার। কার আদেশে বদলি করা হয়েছে জানতে চাইলে ডিসি স্যার এর আদেশে বদলি করা হয়েছে এবং ডিসি স্যার এর স্বাক্ষরিত বদলি আদেশ পরবর্তীতে দেওয়া হবে বলেও জানান তিনি। বিষয়টি নিয়ে আমি দ্বিধাগ্রস্ত এবং সিদ্ধান্তহীনতায় ভুগছি।

Reneta June

অভিযোগপত্রে বিষয়টি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়।

Scroll to Top