ব্রাজিলে এবার ‘একটি সুন্দর গল্পের সূচনা হোক’ | চ্যানেল আই অনলাইন

ব্রাজিলে এবার ‘একটি সুন্দর গল্পের সূচনা হোক’ | চ্যানেল আই অনলাইন

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচের দায়িত্ব নিয়েছেন ডোরিভাল জুনিয়র। সাও পাওলোর প্রধান কোচের দায়িত্ব ছাড়ার পর তার আনুষ্ঠানিক যোগদানের কথা জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। সেলেসাওদের দায়িত্ব নিয়ে ডোরিভাল বলেছেন, ‘একটি সুন্দর গল্পের সূচনা হোক।’

৬১ বর্ষী ডোরিভাল কোচ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এই প্রস্তাব প্রত্যাখ্যান করাটা অসম্ভব ছিল। আমাদের দল, দেশ ও সমর্থকদের রক্ষার দায়িত্ব পাওয়াটা সম্মানের এবং একটা স্বপ্নের মতো ব্যাপার। একটি সুন্দর গল্পের সূচনা হোক।’

আগে বিবৃতিতে সিবিএফ জানায়, ডোরিভাল জুনিয়র ছেলেদের জাতীয় দলের নতুন কোচ হয়েছেন। বৃহস্পতিবার রিও ডি জেরিনোতে সিবিএফ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তাকে পরিচয় করিয়ে দেয়া হবে।

ডোরিভালের কোচিং ক্যারিয়ার বেশ অভিজ্ঞতাসম্পন্ন। ২২ বছরে সাও পাওলো, সান্তোস, ফ্লুমিনেন্স, ফ্লেমেঙ্গো, পালমেইরাসসহ ব্রাজিলের প্রায় সব শীর্ষ ক্লাবের ডাগআউটে দাঁড়িয়েছেন। দেশের ফুটবলের দুঃসময়ে জাতীয় দলের হাল ধরলেন।

২০২৩ সালের ৫ জুলাই দায়িত্ব পেয়েছিলেন ফের্নান্দো দিনিজ, চুক্তি ছিল ১ বছরের। সেটা পূরণ করা হয়নি তার। সম্প্রতি আদালতের রায়ে সিবিএফ প্রধানের পদে পুনর্বহাল হয়েছেন এডনালদো রদ্রিগুয়েস। তার সভাপতি পদে ফেরার পরপরই ছাঁটাই হন ভারপ্রাপ্ত কোচ দিনিজ। টানা ব্যর্থতায় চুক্তি শেষ হওয়ার আগেই পদ হারান ৪৯ বর্ষী কোচ।

ব্রাজিল চেয়েছিল, ২০২৪ সালের জুনে রিয়াল মাদ্রিদের চুক্তি শেষে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে নিয়োগ দেবে, তবে রদ্রিগুয়েসকে আদালত সরিয়ে দেয়ার পর দৃশ্যপট পাল্টে যায়।

স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে চুক্তি নবায়ন করে ফেলেছেন আনচেলত্তিও। ক্লাবটির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির ফলে সেলেসাওদের নতুন কোচ নিয়োগের জন্য ব্রাজিল ফুটবলকে ভাবতে হয়েছে। ডোরিভালের উপর ভরসা রাখল তারা।

Scroll to Top