বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ

নতুন নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের সম্মেলন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করেছে প্ল্যাটফর্মটি। নির্বাচন কমিশন শিগগিরই নির্বাচনী বিধিমালা তৈরি করে প্রার্থিতা আহ্বান করবে।

আজ শুক্রবার বেলা তিনটার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এমন এক সময়ে নতুন নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নিয়েছে, যখন প্ল্যাটফর্মটির পরিচয় ব্যবহার করে নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন লুৎফর রহমান। আর কমিশনার হিসেবে থাকবেন ওয়াহিদুজ্জামান ও মোহাম্মদ রাকিব। নবগঠিত এই কমিশন অবিলম্বেই নির্বাচনী বিধিমালা প্রস্তুত করে প্রার্থিতা আহ্বান করবে।

Scroll to Top