বুধবার মূল ভেন্যুতে দেখা যাবে যেসব ছবি | চ্যানেল আই অনলাইন

বুধবার মূল ভেন্যুতে দেখা যাবে যেসব ছবি | চ্যানেল আই অনলাইন

১১ জানুয়ারি শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের ২৩ তম আসর। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে এবারের স্লোগান ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ।’

এরইমধ্যে জমে উঠেছে উৎসব। প্রতিদিনই উৎসবে বিভিন্ন বিভাগে বিভিন্ন দেশের ছবি দেখানো হচ্ছে। ছোট ছবি থেকে বড় ছবি- প্রদর্শনী চলছে রাজধানীর বেশকিছু ভেন্যুতে। এরমধ্যে মূল ভেন্যু এবং অলিয়ঁস ফ্রসেজে প্রতিদিনই দেখানো হচ্ছে পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র।

বুধবার (১৫ জানুয়ারি) জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দেখানো হবে ৫টি সিনেমা। এরমধ্যে হোসেন হামোর সিরিয়ার ২৭ মিনিটের ছবি ‘ওয়েনিং’ দেখানো হবে সকাল সাড়ে দশটায়, এর ঠিক পর পরই দেখানো হবে ভারতীয় নির্মাতা অভিলাষ শর্মা পরিচালিত ১০০ মিনিটের ছবি ‘ইন দ্য নেম অব ফায়ার’। এই দুটি ছবিই দেখানো হবে ‘স্পিরিচুয়াল ফিল্ম সেকশন’-এ।

এদিন দুপুর ১টায় এখানে দর্শক দেখতে পারবেন উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত চীনের ছবি ‘হানড্রেড ইয়ার্ডস’। ১০৯ মিনিটের এই ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন হাওফেং ঝু এবং জুফেং ঝু। দুপুর ৩টায় ‘ওয়েড এঙ্গেল সেকশন’-এ দেখানো হবে চীনের আরেক ছবি ‘দ্য লাস্ট ফ্রেঞ্জি’, নানা পরিচালিত এই ছবির দৈর্ঘ্য ১০৭ মিনিট।

GOVT
বুধবার যেসব সিনেমা দেখা যাবে

মূল প্রতিযোগিতা বিভাগের আরেক ছবি ‘সামার টাইম’। মাহমুদ কালারি পরিচালিত ইরানি এই ছবির দৈর্ঘ্য ১০৯ মিনিট, ছবিটি দেখানো হবে বিকেল ৫টায়। এদিনের শেষ সিনেমা ‘নীল পদ্ম’। তৌফিক এলাহি পরিচালিত বাংলাদেশি এই সিনেমাটি দেখানো হবে ঠিক সন্ধ্যা ৭টায়। ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগের এই ছবিটির দৈর্ঘ্য ৬৫ মিনিট।

এছাড়াও এদিন সুফিয়া কামাল মিলনায়তনে অন্তত ৫টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা দেখানো হবে। অলিয়ঁস ফ্রসেজে দেখানো হবে পূর্ণদৈর্ঘ্য ৩টি সিনেমা। এছাড়া শিল্পকলার দুটি স্ক্রিন, নর্থ ও গ্রিন ইউনিভার্সিটির দুটি মিলনায়তনে দিনভর থাকছে বিভিন্ন বিভাগের চলচ্চিত্র।

Shoroter Joba

Scroll to Top