যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাঁর মন্ত্রী হওয়ার খবর সর্বত্র ছড়িয়ে পড়তেই নতুন আলোচনা, কে হচ্ছেন পরবর্তী বিসিবি সভাপতি? পাপন কি এখনই ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে দেবেন নাকি চালিয়ে যাবেন! উত্তর দিয়েছেন তিনি নিজেই।
বৃহস্পতিবার শপথ অনুষ্ঠানে অংশ নিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, দুই দায়িত্ব লম্বা সময় চালিয়ে যাওয়া সম্ভব না। পাপন জানান, এই বছরের মধ্যেই বিসিবি প্রধানের দায়িত্ব ছেড়ে দেয়ার চেষ্টা করবেন। মন্ত্রী হিসেবে শপথ নেয়ার আগে নিজের এই ভাবনা জানান বিসিবি বস।
“আগেও আমাদের অনেক মন্ত্রী ছিলেন যারা বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন, বিদেশেও আছে; সেটা ইস্যু না। কথা হচ্ছে, আগে থেকেই ইচ্ছে ছিল এবারই আমার লাস্ট টার্ম। টার্মটা আবার সামনের বছর শেষ হবে। আমি চেষ্টা করব, এই বছরই শেষ করা যায় কি না।”
পাপন আরও বলেন, “আইসিসির আবার কিছু নিয়ম-কানুন আছে। ওদের বেশ কিছু কমিটিতে আছি, বিশেষ করে চেয়ারম্যানও আছি। ওরা আবার এটা বদল করে না। ওদের টার্মটা শেষ করতে হবে। আমার ধারণা, সামনের বছর তো এমনিই করতাম, চেষ্টা করব এ বছরের মধ্যে শেষ করা যায় কি না।”
মন্ত্রীসভায় থেকে ক্রিকেট বোর্ড সভাপতির দায়িত্ব পালনের উদাহরণ আগেও আছে। পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব সামলানোর পাশাপাশি বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন আনিসুল ইসলাম মাহমুদ ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। ১৯৯৬ সালে বোর্ড প্রধানের দায়িত্ব পাওয়া সাবের হোসেন চৌধুরী ছিলেন নৌ-পরিবহন উপমন্ত্রীও।