বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের তিন ফাইনালও ইংল্যান্ডে | চ্যানেল আই অনলাইন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের তিন ফাইনালও ইংল্যান্ডে | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম তিন আসরে ফাইনাল হয়েছে ইংল্যান্ডের লর্ডসে। পরের তিন ফাইনালও ইংল্যান্ডে হবে, জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পরপর সাফল্যের জন্য তাদের উপর আস্থা রাখা হয়েছে।

পরবর্তী তিনটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ২০২৭, ২০২৯ এবং ২০৩১ সালে। ২০২১ সালে প্রথম ফাইনালে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার পর দ্বিতীয়তে অস্ট্রেলিয়া ও তৃতীয়টিতে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়েছে। দুবার ফাইনাল খেলেছে ভারত, দুবার অস্ট্রেলিয়া।

ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে, ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে পরবর্তী তিনটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ আসরের ফাইনাল আয়োজনের জন্য নির্বাচিত করা হয়েছে।’

‘বিষয়টি এ দেশের ভক্তদের খেলার প্রতি যে আবেগ এবং খেলাগুলোর জন্য বিশ্বজুড়ে সমর্থকদের এখানে ভ্রমণের আগ্রহের প্রমাণ। এ ফাইনাল আয়োজন করতে পারা একটি বিশেষ সুযোগ এবং আমরা পূর্ববর্তী সংস্করণগুলোর সাফল্যের উপর ভিত্তি করে আইসিসির সাথে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

গোল্ড আরও জানিয়েছেন, ‘আমরা মনে করি না যে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের নিয়মিত আয়োজক হওয়ার সম্পূর্ণ অধিকার আছে। তবে এখানে ম্যাচ আয়োজনের কিছু সুবিধাও আছে।’

‘ফাইনালে যেই উঠুক না কেন, আমরা এটা বিক্রি করতে পারব, আইসিসির মধ্যে সম্ভবত আমরাই একমাত্র সদস্য যারা এটা করতে পারে। আমরা জানি যে, অন্যরাও হয়তো এক পর্যায়ে এটিকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে চাইবে। কিন্তু চিন্তার বিষয় হল যদি এটিকে স্থানান্তর করেন, দুটি নিরপেক্ষ দল নিয়ে আসেন এবং দর্শক না পান, তাহলে পুরো জিনিসটি খুব দ্রুত অবমূল্যায়ন এবং অবনতি হতে পারে।’

Scroll to Top