বলিউডের ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি মারা গেছেন

বলিউডের ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি মারা গেছেন

মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন ‘কাঁটা লাগা’ গান দিয়ে আলোচিত মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা। শুক্রবার (২৭ জুন) মধ্যরাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম।

অসুস্থতা অনুভব করার পর তড়িঘড়ি তাঁকে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। বর্তমানে তাঁর মরদেহ কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া ও মুভি টকিজ-এর খবরে বলা হয়েছে, শেফালির স্বামী পরাগ ত্যাগী ও তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধু মিলে তাঁকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্মীদের বরাত দিয়ে ভারতীয় সাংবাদিক ভিকি লালওয়ানি সামাজিক মাধ্যমে জানান, হাসপাতালে আনার পরই চিকিৎসকেরা শেফালিকে মৃত ঘোষণা করেন। হৃদ্‌রোগ বিশেষজ্ঞ লুলাও বিষয়টি নিশ্চিত করেন।

Scroll to Top