ঢাকাপ্রতিদিন বিনোদন ডেস্ক : এ সময়ের পরিচিত নাম মন্দিরা চক্রবর্তী। একজন পেশাদার নৃত্যশিল্পী তিনি। ‘কাজল রেখা’ ছবিতে অভিনয় করে আসেন আলোচনায়। কোরবানির ঈদে মুক্তি পাবে তাঁর অভিনীত ‘নীলচক্র’।
আমেরিকা থেকে দেশে ফিরে নতুন চলচ্চিত্র হাতে নিয়েছেন। আগামীর কাজ ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলছেন।
আমেরিকায় ছিলেন ছয় মাসেরও বেশি সময়।গত মাসেই দেশে ফিরেছেন মন্দিরা।দেশে ফিরেই বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে কথা বলেছেন। কয়েকটি পাণ্ডুলিপিও হাতে পেয়েছেন। মন্দিরা বলেন, ‘আমেরিকা গিয়েছিলাম কাউকে না জানিয়ে, দেশে ফিরেও সেভাবে কাউকে জানাইনি।
আসলে ব্যক্তিগত সব কিছুই কেন মানুষকে জানাতে হবে! আমি মনে করি, যখন কাজ আসবে তখনই মানুষ জানুক আমি কেন কোথায় গিয়েছিলাম।’
কেন আমেরিকা
আমেরিকায় একটি চলচ্চিত্রের জন্যই গিয়েছিলেন মন্দিরা। গল্প চূড়ান্ত হওয়ার পর বেশ কিছুদিন পরিচালকের সাহচর্যে গ্রুমিং করেছেন। চলচ্চিত্রটির পুরো অংশের শুটিং হওয়ার কথা ছিল আমেরিকায়। তাই লোকেশন রেকি, কলাকুশলীদের সঙ্গে পরিচয়, গল্প, চরিত্র—সব মিলিয়ে ব্যস্ত সময়ই কাটিয়েছেন।
তবে এবার আর ক্যামেরা শুটিং ফ্লোরে গড়ায়নি। বছরের শেষের দিকে হয়তো শুটিং হবে। তখন আবার যাবেন দেশটিতে।
মন্দিরা বলেন, ‘বাংলাদেশের মতো আমেরিকায় চাইলেই শুটিং করা যায় না। প্রতিটি স্পটে শুটিং করার জন্য প্রশাসনের অনুমতি নিতে হয়। আমাদের গল্পে ইনডোর শুটিং নেই বললেই চলে। ফলে আউটডোর শুটিংয়ের জন্য পূর্বপ্রস্তুতি নিতে হয়েছে। এবার দেশে ফেরার আগেই সব প্রক্রিয়া সম্পন্ন করে এসেছি।’
নাম চূড়ান্ত না হওয়া ছবিটির নির্মাতা একজন বাংলাদেশি। ‘আমি বাদে আরো কয়েকজন প্রধান শিল্পী থাকবেন বাংলাদেশের। তাঁদের সঙ্গে আমিই কথা বলছি, যোগাযোগ করছি। বাকি সব শিল্পী ও কলাকুশলী হবেন হলিউডের। আমার বিশ্বাস, দর্শকের ভালো একটা চলচ্চিত্র উপহার দিতে পারব’, বলেন মন্দিরা।
আসছে ‘নীলচক্র’
মন্দিরার প্রথম ছবি গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’। ছবিটি মুক্তির পর দারুণ আলোচনায় এসেছিলেন তিনি। তাঁর পরের ছবি ‘নীলচক্র’। গত বছর থেকে ছবিটি মুক্তি পাবে পাবে করেও পায়নি। এবার পরিচালক মিঠু খান জানিয়েছেন, কোরবানির ঈদে অবশ্যই মুক্তি দেবেন ছবিটি। নিশ্চিত করেছেন মন্দিরাও, “দেশে ফিরেছি ছবিটির প্রচারণায় অংশ নিতেই। এখন থেকেই প্রচারণা শুরু করেছি। এই যেমন আপনার সঙ্গে কথা বলছি কিন্তু ছবিটির কারণেই। যখন আমেরিকা ছিলাম তখন অনেকেই ফোন দিয়েছেন। কথা বলিনি। ‘নীলচক্র’ কবে মুক্তি পাবে সেটা নিশ্চিত না হয়ে সাংবাদিকের সঙ্গে কী নিয়ে কথা বলতাম? ‘নীলচক্র’ নিয়েই সবার সঙ্গে কথা বলতে চাই।”
কাজল রেখা বনাম নীলচক্র
‘কাজল রেখা’র গল্প ছিল ৪০০ বছর আগের। সেই সময়ের সমাজ-সংস্কৃতি কেমন ছিল সেটা রপ্ত করতেই বছর লেগেছিল মন্দিরার। ক্যামেরার সামনে রীতিমতো পরীক্ষা দিয়েছিলেন। তবে ‘নীলচক্র’ সেদিক দিয়ে খানিকটা সহজ তাঁর জন্য। গল্পটা এই সময়ের, চরিত্রটাও নিজের সঙ্গে মিলে যায়। মন্দিরা এমনিতে পেশাদার নৃত্যশিল্পী। আর এই ছবিতে যে চরিত্রটি করেছেন সেটাও একজন নৃত্যশিল্পীর।
মন্দিরা বলেন, ‘প্রথম ছবির সঙ্গে দ্বিতীয় ছবির গল্প ও চরিত্রে আকাশ-পাতাল পার্থক্য। আমি ভাগ্যবতী, দুটি গল্পেই নির্মাতারা আমার চরিত্রকে গুরুত্ব দিয়েছেন। গতানুগতিক বাণিজ্যিক ঘরানার অন্য নায়িকাদের মতো দু-একটি সংলাপ, গান আর মারপিটের জন্য পর্দায় হাজির হতে হয়নি। তা ছাড়া দুটি ছবিতে কাজ করার অভিজ্ঞতাও দুই রকমের।’
ঈদের পর তৃতীয় ছবি
এরই মধ্যে তৃতীয় ছবি চূড়ান্ত করেছেন। আমেরিকার প্রজেক্টটির আগেই করবেন আরেকটি ছবির শুটিং, কোরবানি ঈদের পর পরই হবে শুটিং। শুটিংয়ের আগে প্রযোজনা প্রতিষ্ঠান জানাবে ছবিটির নাম, পরিচালক ও কলাকুশলীর নাম। মন্দিরা বলেন, ‘এবারের গল্পটি থ্রিলার-অ্যাকশন। আমাকে দর্শক এই জেনারেশনের আধুনিক মেয়ের চরিত্রে দেখবেন। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বিস্তারিত বলা নিষেধ আছে। শুধু এটুকু জানিয়ে রাখি, আগামী বছর রোজার ঈদে ছবিটি মুক্তি পাবে।’
ওটিটিকে ‘না’
আপাতত ওটিটি প্ল্যাটফরমে কাজ করতে চান না মন্দিরা। তাঁর ফোকাস শুধুই বড় পর্দা। এখানেই কাজ করতে সাবলীল অনুভব করেন। মন্দিরা বলেন, ‘বেশ কিছু ওটিটি কনটেন্টের প্রস্তাব পেয়েছি। তবে সবাইকে বিনয়ের সঙ্গে না করে দিয়েছি। আসলে আমার কাছে সিনেমার প্রস্তাব আসে বেশি, সেগুলো নিয়েই ভাবতে চাই। আমার মনে হয়, একটা দিকে ফোকাসড থাকলে সেখানে সাফল্য ধরা দেয়। অযথা চারদিকে দৌড়ঝাঁপ দেওয়ার দরকার নেই।’
‘জংলি’ আর ‘বরবাদ’ দেখবেন
দেশে না থাকায় রোজার ঈদের কোনো ছবিই দেখতে পারেননি। তবে এই সপ্তাহে ‘জংলি’ আর ‘বরবাদ’ দেখবেন। বলেন, ‘আমাদের ছবির প্রশংসা আমেরিকা বসেও শুনেছি। আগে প্রবাসী বাঙালিরা বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে হাসাহাসি করত। আর এখন তারা অপেক্ষায় থাকে কবে দেশের ছবি সেখানকার থিয়েটারে দেখবে। এটা দারুণ দিক। আগামীতে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আরো এগিয়ে যাবে।’
ঢাকাপ্রতিদিন/এআর