বড়পর্দায় অমি-ফারিণদের সঙ্গে ‘অসময়’ দেখার ‍সুযোগ! | চ্যানেল আই অনলাইন

বড়পর্দায় অমি-ফারিণদের সঙ্গে ‘অসময়’ দেখার ‍সুযোগ! | চ্যানেল আই অনলাইন

১৮ জানুয়ারিতে বঙ্গতে ওয়েব ফিল্মটি দেখা যাবে, তারআগে ১৬ জানুয়ারি বড়পর্দায় প্রিমিয়ার শো

পোস্টার ও ট্রেলার দিয়ে নজর কেড়েছে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘অসময়’। ওটিটি প্লাটফর্ম বঙ্গ-তে ১৮ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে এটি। সমাজ ও এই সময়ের গল্প নিয়ে নির্মিত কমেডি ও কোর্ট রুম ড্রামা ঘরানার এই ওয়েব ফিল্মটি মুক্তির আগেই প্রি-বুকিং শুরু হয়েছে।

১ জানুয়ারি ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর ৯ জানুয়ারি অসময়-এর ট্রেলার মুক্তি পায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিল্মটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে! সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়ে দেশে এই প্রথমবারের মতো ওটিটি প্লাটফর্ম বঙ্গ নিয়ে এসেছে ‘অসময় প্রি-বুকিং প্যাক’।

Bkash

আগামী ১৫ জানুয়ারির মধ্যে বঙ্গ-এর ওয়েবসাইট অথবা অ্যাপে ঢুকে অগ্রিম বুকিং করে রাখলে দর্শকরা পাবেন বড়পর্দায় সবার আগে ‘অসময়’ দেখার সুযোগ।

১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে বড়পর্দায় ‘অসময়’-এর একটি স্পেশাল প্রিমিয়ার শো। যেখানে উপস্থিত থাকবেন নির্মাতা অমি, কেন্দ্রীয় চরিত্র ফারিণ সহ অন্যান্য কলাকুশলীরা। ১৫ জানুয়ারির মধ্যে যারা প্রি-বুকিং করবেন তাদের মধ্য থেকে ৫০ জন পাবেন ‘অসময়’ টিমের সাথে বসে এই প্রিমিয়ার দেখার বিশেষ সুযোগ!

Reneta June

নির্মাতা কাজল আরেফিন বলেন, “ট্রেলার রিলিজের পর থেকেই আমরা অসময় নিয়ে খুব ভালো সাড়া পাচ্ছি। মূল সিনেমাটি দেখতে অনেকেই খুব আগ্রহ নিয়ে বসে আছেন। বঙ্গ-এর এই প্রি-বুকিং সিস্টেম তাদের ‘অসময়’ দেখার অভিজ্ঞতাকে আরও সহজ করবে আমি মনে করি।”

বুধবার বঙ্গ-এর ফেসবুক পেইজ থেকে একটি পোস্টের মাধ্যমে এই প্রি-বুকিংয়ের ঘোষণা দেওয়া হয়। পোস্টে এই ক্যাম্পেইনে অংশগ্রহণের নিয়মকানুন সম্পর্কেও বলে দেয়া হয়।

তাসনিয়া ফারিণ ফারিণ ছাড়াও এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মনিরা মিঠু, রুনা খান, শাশ্বত দত্ত, ইন্তেখাব দিনার, ইরেশ জাকের, শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, জিয়াউল হক পলাশসহ আরও অনেকে।

‘অসময়’-এর প্রযোজক ও বঙ্গ-এর চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, “আমরা দর্শকদের জন্য সিনেমা বানাই। তাই আমরা চাই দর্শকরা সেই সিনেমাটা নির্বিঘ্নে, ঝামেলাহীনভাবে দেখুক। সেই জন্য আমরা এনেছি অসময় প্রি-বুকিং প্যাক। যেখানে দর্শকরা আগে ভাগেই অসময় দেখার জন্য রেডি হয়ে থাকতে পারবেন এবং মুভিটি রিলিজ পেলে বাধাহীনভাবে দেখতে তা পারবেন। তাছাড়া অসময় নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যে হাইপ সৃষ্টি হয়েছে, তাতে আমরা আশা করছি সিনেমাটিকে দর্শকরা ভালোভাবেই গ্রহণ করবেন।”

Scroll to Top