বঙ্গভবনে প্রবেশ করছেন মন্ত্রীরা

বঙ্গভবনে প্রবেশ করছেন মন্ত্রীরা

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনে শপথ নিতে একে একে বঙ্গভবনে আসছেন নতুন মন্ত্রিসভায় ডাক পাওয়া মন্ত্রীরা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকালে বঙ্গভবনে ঢুকতে দেখা যায় তাদের। এর আগে, বুধবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন সচিবালয়ে সাংবাদিকদের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান। 

মন্ত্রিপরিষদ সচিব জানান, এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ২৫ জন পূর্ণ মন্ত্রী (দুজন টেকনোক্রেট) ও ১১ জন প্রতিমন্ত্রী থাকছেন। নতুন মন্ত্রিসভায় প্রথমবারের মত অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন সাতজন মন্ত্রী ও সাতজন প্রতিমন্ত্রী।

নতুন মন্ত্রিসভা শপথ নিলে তারাই হবে দেশের নতুন সরকার। শপথ নেওয়া পর্যন্ত আগের মন্ত্রিসভা বহাল থাকবে। নতুন মন্ত্রিসভা শপথ নিলে আগের মন্ত্রিসভা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

বঙ্গভবনে প্রবেশ করছেন মন্ত্রীরা

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে ২৯৮ আসনের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পেয়েছে ২২২ আসন ও জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থীদের জয়ের হার এবার বেশি। তারা ৬২টি আসনে জয় পেয়েছেন। আর মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদের প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচন করে একটি করে আসন পেয়েছেন। বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইবরাহিমও কক্সবাজারের একটি আসন থেকে জয় পেয়েছেন।

Scroll to Top