কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ২৬ নং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ইটভাটার পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হল, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের বাসিন্দার আব্দুল কাশেমের ছেলে নূর হাসিম (১০), একই ক্যাম্পের বাসিন্দা সালামের ছেলে মো. রাশেদ (৭)।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৩ টায় লেদা এলাকায় এঘটনা ঘটে।
লেদা ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের হেড মাঝি গুরা মিয়া বলেন, টেকনাফের লেদা ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পর আই ব্লকে বসবাসকারী নূর হাসিম ও মো. রাশেদ নামের দুই জন রোহিঙ্গা শিশু পাশ্ববর্তী ক্যাম্পের পাশে পুকুরে গোসল করতে গেলে অসতর্কতার কারণে পানিতে পড়ে যায়। পরবর্তীতে আশে পাশের রোহিঙ্গাদের সহায়তা শিশু দুটিকে উদ্ধার করা হলে নূর হাসিম নামের শিশুটি তাৎক্ষণিক মারা যায় এবং মোহাম্মদ রাশেদ নামের আহত শিশুটিকে নিকটস্থ টিডিএইচ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ(সিআইসি) আব্দুল হান্নান বলেন, ক্যাম্পের পাশ্ববর্তী এলাকায় পুকুরে গোসল করতে গেলে দুইজন রোহিঙ্গা শিশু পানিতে ডুবে যায়। একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও অন্যজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যায়।