পাকিস্তান দলকে আফগানদের ঐতিহ্যবাহী পোশাক উপহার

পাকিস্তান দলকে আফগানদের ঐতিহ্যবাহী পোশাক উপহার
পাকিস্তান দলকে আফগানদের ঐতিহ্যবাহী পোশাক উপহার

আফগানিস্তান-পাকিস্তান সিরিজ শুরু হচ্ছে মঙ্গলবার (২২ আগস্ট) থেকে। ভেন্যু দেশ হিসেবে আছে শ্রীলঙ্কা। যদিও স্বাগতিকের দায়িত্ব পালন করছে আফগানিস্তান। আজ (সোমবার) দুই দলের অধিনায়ক ট্রফি উন্মোচন-সহ আরো কিছু আনুষ্ঠানিকতা সেরেছেন। এক ফাঁকে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি আফগানদের ঐতিহ্যের অংশ হাতে বুনন করা পোশাক ‘ইয়াখান’ তুলে দেন পাকিস্তান দলের সদস্যদের হাতে। তৈরি হয় এক বন্ধুত্বপূর্ণ সহাবস্থান।

শ্রীলঙ্কার হাম্বানটোটায় প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে আফগানিস্তান ও পাকিস্তান। দুই দলের মুখোমুখি দেখায় পাকিস্তানের সাথে এখনো ওডিআইতে জয়ের দেখা পায়নি আফগান দল। তবে এবছরের মার্চে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের অর্জন রয়েছে আফগানদের ঝুলিতে।

আজ (সোমবার) সিরিজ শুরুর আগের দিন ম্যাচ সংশ্লিষ্ট বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। যেখানে দুই দলের অধিনায়কের উপস্থিতি ছিল। ট্রফি উন্মোচন থেকে শুরু করে অন্যান্য সকল বিষয়াদি সম্পন্ন করেন দুই অধিনায়ক। এক পর্যায়ে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ নিজ দেশের হাতে বুনন করা এক ধরনের শৈল্পিক পোশাক; যার নাম ‘ইয়াখান’, সেটি তুলে দেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমের হাতে।

শুধু বাবর নন পাকিস্তান দলের অন্যান্য সদস্যদের হাতেও এই পোশাক তুলে দেওয়া হয়। আফগান ঐতিহ্যের অংশকে এভাবে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে নিজেদের সংস্কৃতির পরিচয় একাধারে বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি দুই দলের বন্ধুত্বপূর্ণ সম্পর্কও এতে সুদৃঢ় হচ্ছে।

আফগানিস্তানের অফিশিয়াল টুইটার একাউন্ট থেকে এক পোস্ট করা হয় আজ। যেখানে এই ঐতিহ্যবাহী পোশাক প্রদানের ছবি-সহ এক লেখায় ‘CAMARADERIE & GOODWILL ON DISPLAY’ এই শিরোনাম ব্যবহার করা হয়। যার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ অবস্থানকে নির্দেশ করা হচ্ছে।

শ্রীলঙ্কার হাম্বানটোটায় সিরিজের প্রথম দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে আগস্টের ২২ ও ২৪ তারিখ। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোতে, আগস্টের ২৬ তারিখ।

Scroll to Top