পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা | চ্যানেল আই অনলাইন

নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই শপথের মধ্যে দিয়ে টানা চতুর্থ মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) হস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান। সাংবিধানের ৫৬ অনুচ্ছেদের ৩ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী এ শপথ নেন।

Bkash

শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

এরআগে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

Reneta June

এর আগে বঙ্গভবনে প্রবেশ করেছেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।

Scroll to Top