নির্বাচন: মাঠে নামছে ৮০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট

নির্বাচন: মাঠে নামছে ৮০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট

নির্বাচন: মাঠে নামছে ৮০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আটশত দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগে জনপ্রসাশন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ইসির উপসচিব আতিয়ার রহমান সাক্ষরিত চিঠিতে বলা হয়, নির্বাচনী আচরণবিধি তদারকিতে ২৮ নভেম্বর থেকে মাঠে থাকবেন তারা।

এর মধ্যে উপজেলায় ইউনিয়নের সংখ্যা হিসেবে এক থেকে দুইজন করে মোট ৫২৫ জন, জেলা সদরে মোট ২১০ জন এবং ঢাকা ও চট্টগ্রামসহ সব সিটি করপোরেশনে মোট ৬৭ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

তবে স্থানীয় চাহিদার ভিত্তিতে এই সংখ্যা কম-বেশি হতে পারে। এছাড়া জরুরি প্রয়োজনে দায়িত্বের স্বার্থে জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে এক থেকে দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রাখতে বলা হয়েছে।

/এমএন

Scroll to Top