নায়িকার ব্লাউজ খুলে গভীর চুম্বনে জাপটে ধরে রেখেছিলেন এই অভিনেতা ! রীতিমতো আগুন ছড়িয়ে দিয়েছিল গানের সেই দৃশ্য, তৈরি হয়েছিল তীব্র বিতর্কও

নায়িকার ব্লাউজ খুলে গভীর চুম্বনে জাপটে ধরে রেখেছিলেন এই অভিনেতা ! রীতিমতো আগুন ছড়িয়ে দিয়েছিল গানের সেই দৃশ্য, তৈরি হয়েছিল তীব্র বিতর্কও
বিতর্কিত যে অভিনেতার কথা এখানে বলা হচ্ছে, তিনি আর কেউ নন, বিনোদ খান্না। সত্তর এবং আশির দশকে ভারতীয় সিনেদুনিয়ায় তাঁর উপস্থিতি ছিল উজ্জ্বল। তবে তাঁকে ঘিরে কম বিতর্ক হয়নি। অভিনয়ের দিক থেকে তো দাপিয়ে বেড়িয়েছেন বিনোদ খান্না। তবে তাঁর হট দৃশ্য ঘিরেও কম চর্চা হত না! ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল যশ চোপড়ার অ্যাকশন থ্রিলার ছবি ‘পরম্পরা’। এই ছবিতে অভিনয় করেছেন সুনীল দত্ত, অশ্বিনী ভাবে, আমির খান, সইফ আলি খান, রম্যা কৃষ্ণণ, নীলম কোঠারি, রবিনা ট্যান্ডন এবং অনুপম খেরের মতো তারকারা। এটা আবার সইফ আলি খান এবং রম্যা কৃষ্ণণের ডেবিউ ফিল্ম ছিল। নায়িকার ব্লাউজ খুলে গভীর চুম্বনে জাপটে ধরে রেখেছিলেন এই অভিনেতা ! রীতিমতো আগুন ছড়িয়ে দিয়েছিল গানের সেই দৃশ্য, তৈরি হয়েছিল তীব্র বিতর্কও

বিতর্কিত যে অভিনেতার কথা এখানে বলা হচ্ছে, তিনি আর কেউ নন, বিনোদ খান্না। সত্তর এবং আশির দশকে ভারতীয় সিনেদুনিয়ায় তাঁর উপস্থিতি ছিল উজ্জ্বল। তবে তাঁকে ঘিরে কম বিতর্ক হয়নি। অভিনয়ের দিক থেকে তো দাপিয়ে বেড়িয়েছেন বিনোদ খান্না। তবে তাঁর হট দৃশ্য ঘিরেও কম চর্চা হত না! ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল যশ চোপড়ার অ্যাকশন থ্রিলার ছবি ‘পরম্পরা’। এই ছবিতে অভিনয় করেছেন সুনীল দত্ত, অশ্বিনী ভাবে, আমির খান, সইফ আলি খান, রম্যা কৃষ্ণণ, নীলম কোঠারি, রবিনা ট্যান্ডন এবং অনুপম খেরের মতো তারকারা। এটা আবার সইফ আলি খান এবং রম্যা কৃষ্ণণের ডেবিউ ফিল্ম ছিল।

Scroll to Top